বাংলাদেশে শিল্পায়ন
|জাতীয় আয় নির্ণয়ে ১৫টি খাতের মধ্যে (ক) মাইনিং ও কোয়ারিং (খ) ম্যানুফ্যাকচারিং (গ) বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ (ঘ) নির্মাণ এ চারটি খাত নিয়ে বাংলাদেশের শিল্পখাত গড়ে উঠেছে। এদের মধ্যে ম্যানুফ্যাকচারিং খাতের অবদান সব থেকে বেশি। অর্থনৈতিক সমীক্ষা-২০১৭ অনুসারে GDP তে শিল্প খাতের অবদান- ৩২.৪৮%
বাংলাদেশে শিল্পায়নের ক্ষেত্রে কিছু বাধা
১. বিদেশি পণ্যের বাজারঃ ব্যবসায়ীরা বিদেশি পণ্য বেশি আমদানি করায় আমাদের দেশে দেশি পণ্যের চেয়ে বিদেশি পণ্য বেশি পাওয়া যায়।
২. অবকাঠামোগত দুর্বলতাঃ ব্যাংকিং, শুল্ক, মুদ্রা, আমদানি-রপ্তানি ইত্যাদি খাতে একটি গতিশীল অর্থনৈতিক কাঠামো তৈরী না হলে, অবকাঠামোগত বাধা দূর করা সম্ভব নয়।
৩. বৈদেশিক ঋণের বোঝাঃ এ দেশে যে কোন বড় প্রকপ্ল বাস্তবায়ন করতে গেলেই আমরা বাহিরের দেশ/সংস্থা থেকে সুদযুক্ত ঋণ করে থাকি। ফলে প্রকল্প বাস্তবায়নেও তাদের মতামতের প্রতিফলন ঘটাতে হয়।
৪. রাজনৈতিক অস্থিতিশীলতাঃ 🙂
৫. জ্বালানি সংকটঃ আমাদের দেশ এখনও বিদ্যুৎ-গ্যাস বা জ্বালানিতে স্বয়ংসম্পূর্ন নয়। ফলে দ্রুত শিল্পায়ন ঘটছে না।
তবে আশার কথা হল বর্তমান সরকারের গৃহীত বহুবিধ পদক্ষেপের কারণে আমরা অচিরেই এ সকল প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারব।