নাম অনুসারে সংবিধান তথ্য
|- ড. কামাল হোসেন খসড়া সংবিধান কিমিটির সভাপতি ছিলেন।
- সুরঞ্জিত সেনগুপ্ত এক মাত্র বিরোধীদলীয়(ন্যাপ) সদস্য, তিনি হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেননি।
- বেগম রাজিয়া বানু খসড়া সংবিধান কিমিটিতে এক মাত্র মহিলা সদস্য।
- আব্দুর রউফ হস্তলিখিত সংবিধানের মূল লেখক।
- শিল্পি জয়নুল আবেদিন হস্তলিখিত সংবিধানের অঙ্গসজ্জাকা…
- মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি।
- শাহ আব্দুল হামিদ – গণপরিষদের প্রথম স্পিকার।
- মোহাম্মদ উল্লাহ – গণপরিষদের প্রথম ডেপুটি স্পিক।