গীতিকার নজরুল ইসলাম বাবু

“ডাকে পাখি খোল আঁখি
দেখ সোনালী আকাশ/ বহে ভোরের বাতাস”…

সবকটা জানালা খুলে দাওনা/ আমি গাইবো বিজয়ের গান, একটি বাংলাদেশ / তুমি জাগ্রত জনতার, আমায় গেঁথে দাও না মাগো/ একটা পলাশ ফুলের মালা, ও আমার আট কোটি ফুল রেখো গো মালি

* দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল/ রেললাইন বহে সমান্তরাল,
*কথা বলবো না/ বলেছি, শোনবো না শুনেছি/ মনে মনে চুপি চুপি তোমারে ভালোবাসেছি,
*কাল সারারাত ছিল স্বপ্নের রাত, স্মৃতির আকাশে বহুদিন পর মেঘ ভেঙ্গে উঠেছিল পূর্ণিমার চাঁদ,
*কাঠ পুড়লে কয়লা হয় আর কয়লা পুড়লে ছাই/ আমি পুড়ে শেষ হইলাম আবশিষ্ট নাই,
*পৃথিবীতে প্রেম বলে কিছু নেই/ হাজার মনের কাছে,
* সুখে থাকো ও আমার নন্দিনী, সুখে থাকো হয়ে কারো ঘরণী,
*আমার গরুর গাড়িতে/ বউ সাজিয়ে,
* আমার এ দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়,
*এই অন্তরে তুমি ছাড়া নেই কারো,
*কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে/এই হৃদয় চিরে এ যদি…
*আমার মনের আকাশে আজ জ্বলে শুকতারা/তোমার প্রেমের আবেশে আজ হৃদয় দিশেহারা,
*ডাকে পাখি খোলো আঁখি…

সব কটা জানালা খুলে দাও না– https://app.box.com/s/y5zlre8vtxd75itv7c0f

একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার – https://www.youtube.com/watch?v=VWbF4IIDwm8

আমায় গেঁথে দাওনা মাগো – https://www.youtube.com/watch?v=cJS5vBy6U7A

সুখে থাকো ও আমার নন্দিনী – https://app.box.com/s/08tpoocaf8i3q8gncg42

দুই ভুবনের দুই বাসিন্দা – https://app.box.com/s/v1j3nsjb4h2eqt62dp58

আমার গরুর গাড়ীতে বউ সাজিয়ে – https://www.youtube.com/watch?v=YJhy-aignW4

কথা বলবো না, বলেছি – https://www.youtube.com/watch?v=hNodPvKHcvU

পৃথিবীতে প্রেম বলে কিছু নেই / হাজার মনের কাছে – https://www.youtube.com/watch?v=zBoNAep1Wns

আমার এ দুটি চোখ – https://www.youtube.com/watch?v=_xiHVWWmZi4

ডাকে পাখী খোলো আঁখি – https://app.box.com/s/bcd0c937c64f56435fdb

এই অন্তরে তুমি ছাড়া নেই কারো – https://app.box.com/s/0403he34v1d1vxx4hjjlsu7c5kuaezbw

কত যে তোমাকে বেসেছি ভালো – https://www.youtube.com/watch?v=KLZwe8R4qoc

আমার মনের আকাশে আজ জ্বলে শুকতারা – https://www.youtube.com/watch?v=eaA6bMZ4-CE

তোমার হয়ে গেছি আমি – https://app.box.com/s/nvqo05ptn3mahccz3m7e0mmgrnlnb624

কাল সারারাত ছিলো স্বপ্নের রাত – https://app.box.com/s/vbntlop4qfg3tbsr54196mc7lpki0t6b

কাঠ পুড়লে কয়লা হয় – https://www.youtube.com/watch?v=WxHPUbkZgMg

[১৯৯১ সালে চাষি নজরুল ইসলাম পরিচালিত শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘পদ্মা মেঘনা যমুনা’’ চলচ্চিত্রের এই গানটির জন্য গীতিকার নজরুল ইসলাম বাবু, সুরকার খন্দকার নুরুল আলম ও কণ্ঠশিল্পী অ্যান্ড্রো কিশোর তিনজনেই জাতীয় পুরস্কার অর্জন করেছিলেন]

Add a Comment