হাসান হাফিজুর রহমান
|ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলনের সম্পাদক হাসান হাফিজুর ১৪ই জুন ১৯৩২ খ্রিষ্টাব্দে জামালপুর জেলার কুলকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবদুর রহমান ছিলেন স্কুল শিক্ষক। হাসান হাফিজুর রহমান ১৯৪৬ খ্রিষ্টাব্দে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯৪৮ সালে ঢাকা কলেজ থেকে আইএ পাস করেন। ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়
থেকে বিএ এবং ১৯৫৫ সালে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন। তিনি ছিলেন ভাষা আন্দোলনের একজন অসাধারণ সংগঠক।
১৯৫৩ সালে তাঁর সম্পাদিত ‘একুশে ফেব্র“য়ারি’ গ্রন্থটি বিস্ময়কর আলোড়ন সৃষ্টি করে। কর্মজীবনে তিনি বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতাসহ অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন। মুক্তিযুদ্ধে তিনি ছিলেন অকুতভয় এক সৈনিক। স্বাধীনতা-উত্তর কালে তিনি সরকারের বিভিন্ন সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। ১৯৭৭ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের ‘মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকল্প’ এর তিনি ছিলেন প্রধান। তাঁর সম্পাদনায় ষোল খণ্ডে ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ’ : দলিলপত্র’ প্রকাশিত হয়।
তিনি কবি, সমালোচক ও গল্পকার হিসেবে খ্যাতিমান। বিভাগ উত্তর পূর্ববাংলার আধুনিক কাব্য আন্দোলনের তিনি ছিলেন একজন অন্যতম স্থপতি। তাঁর
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : বিমুখ প্রান্তর, আর্তশব্দাবলি, অন্তিম শরের মতো, উদ্যত সঙ্গীন, শোকার্ত তরবারি, আমার ভেতরের বাঘ ইত্যাদি।
প্রবন্ধগ্রন্থ : আধুনিক কবি ও কবিতা, সাহিত্য প্রসঙ্গ।
গল্পগ্রন্থ : আরো দুটি মৃত্যু ইত্যাদি।
বাংলা ভাষায় হোমারের ওডিসি অনুবাদও করেছেন তিনি।
হাসান হাফিজুর রহমান লেখক সংঘ পুরস্কার, আদমজী পুরস্কার, বাংলা একাডেমী পুরস্কার, একুশে পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। ১৯৮৩ সালের ১লা এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।