নারায়ণ গঙ্গোপাধ্যায়

নারায়ণ গঙ্গোপাধ্যায় মেধাবী ছাত্র, নামি অধ্যাপক এবং অত্যন্ত উঁচুমানের একজন সাহিত্যিক ছিলেন। নারায়ণ তার ছদ্মনাম। আসল নাম তারকনাথ। আরও একটি ছদ্মনাম ছিল- তা হলো, সুনন্দ। নারায়ণ গঙ্গোপাধ্যায় ১৩২৫ বঙ্গাব্দে (১৯১৮ খ্রিষ্টাব্দ) দিনাজপুরের বালিয়াডিঙ্গিতে জন্মগ্রহণ করেন। আদি নিবাস বরিশালের বাসুদেবপাড়ায়। তিনি দিনাজপুর, ফরিদপুর, বরিশাল ও কলকাতায় শিক্ষাজীবন অতিবাহিত করেন। ১৯৪১ খ্রিষ্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে বাংলা সাহিত্যে এম.এ. ডিগ্রি অর্জন করেন। তারপর বাংলা সাহিত্যে ছোটগল্প বিষয়ে গবেষণা করে ডি. লিট. ডিগ্রি পান।

তাঁর রচনাবলির মধ্যে রয়েছে ‘উপনিবেশ’ (তিন খণ্ড), ‘বীতংস’ (গল্পগ্রন্থ); ছোটদের জন্য- ‘চারমূর্তি’, ‘টেনিদা ও সিন্ধুঘটক’-সহ বেশ কিছু উপন্যাস, ছোটগল্প; ‘সাহিত্যে ছোটগল্প’ নামে ছোটগল্প বিষয়ে তাঁর একটি গবেষণা-গ্রন্থ রয়েছে। সাহিত্যকর্মের জন্য তিনি বেশকিছু পুরস্কারও পেয়েছেন।

১৩৭৭ বঙ্গাব্দের (১৯৭০ খ্রিষ্টাব্দ) ২২শে কার্তিক তিনি মৃত্যুবরণ করেন।

Add a Comment