আবুবকর সিদ্দিক

বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক আবুবকর সিদ্দিক ১৯৩৪ খ্রিষ্টাব্দের ১৯শে আগস্ট বাগেরহাট জেলার গোটাপাড়ায় মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস একই জেলার বৈটপুর গ্রাম। তিনি দীর্ঘদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো : ‘জলরাক্ষস’, ‘খরাদাহ’, ‘একাত্তরের হৃদয়ভস্ম’, ‘বারুদ পোড়া প্রহর’ ইত্যাদি। আবুবকর সিদ্দিক বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারসহ অনেক পুরস্কার লাভ করেছেন।

Add a Comment