স্বর্ণকুমারী দেবী

কবি, নাট্যকার, সাংবাদিক ও সমাজকর্মী স্বর্ণকুমারী দেবী ১৮৫৫ খ্রিষ্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দশম সন্তান এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভগ্নী। তিনি দীর্ঘদিন ‘মাসিক ভারতী’ পত্রিকার সম্পাদক ছিলেন। তাঁর প্রচেষ্টায় বিধবা ও দরিদ্র নারীদের সাহায্যার্থে গড়ে ওঠে ‘সখী সমিতি’। তিনি বাংলা ভাষার প্রথম মহিলা ঔপন্যাসিক

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: ‘দীপ নির্বাণ’, ‘ছিন্নমুকুল’, ‘কাহাকে’, ‘বসন্ত উৎসব’, ‘ফুলের মালা’, ‘মিবার-রাজ’, ‘বিদ্রোহ’, ‘স্নেহলতা’ ইত্যাদি।

স্বর্ণকুমারী দেবী ১৯২৭ খ্রিষ্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘জগত্তারিণী’ স্বর্ণপদকে ভূষিত হন এবং ১৯২৯ খ্রিষ্টাব্দে ‘বঙ্গীয় সাহিত্য সম্মেলনে’র সভাপতি নির্বাচিত হন। তিনি ১৯৩২ খ্রিষ্টাব্দের ৩ রা জুলাই মৃত্যুবরণ করেন।

Add a Comment