মামুনুর রশীদ

মামুনুর রশীদ বাংলাদেশের বিশিষ্ট নাট্যকার, অভিনেতা ও নির্দেশক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃত তিনি । তিনি ১৯৪৮ খ্রিষ্টাব্দের ২৯শে ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার পাইকড়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস একই জেলার ঘাটাইল উপজেলার ভাবনদত্ত গ্রামে। তাঁর রচিত উলে-খযোগ্য নাটক হলো : ‘ওরা কদম আলী’, ‘ওরা আছে বলেই’, ‘ইবলিশ’, ‘গিনিপিগ’, ‘অববাহিকা’, ‘সমতট’, ‘পাথর’, ‘রাঢ়াঙ’, ‘লেবেদেফ’, ‘চের সাইকেল’ ইত্যাদি।

বাংলাদেশের মঞ্চনাটকের খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কারসহ অনেক পুরস্কার লাভ করেছেন।

Add a Comment