সয়ফুলমুলক বদিউজ্জামাল
|সয়ফুলমুলুক বদিউজ্জামাল : দোনাগাজী চেীধুরী, আলাওল, ইব্রাহীম ও মালে মাহমুদ এ প্রেমকাহিনি অবলম্বনে কাব্য রচনা করেছেন। তবে আলাওলের কাব্যই সমধিক পরিচিতি লাভ করেছে। এ কাব্যের আদি উৎস ফারসি ভাষা। ফারসিকাব্য থেকে দোনাগাজী এই গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছেন। রাজপুত্র সয়ফুল রাজকুমারী বদিউজ্জামালের রুপ দেখে প্রেমে আসক্ত হয়। তারপর অনেক বাঁধা অতিক্রম করে তাদের প্রেম বাস্তবে রুপ লাভ করে। সয়ফুল আর বদিউজ্জামালের প্রেম বাংলা সাহিত্যে অমর হয়ে আছে।
– nubangla থেকে।