শেখ ফয়জুল্লাহ
|শেখ ফয়জুল্লাহ (১৬শ শতক) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি। ফয়জুল্লাহর প্রধান তিনটি কাব্যগ্রন্থ হচ্ছে সত্যপীরবিজয় (১৫৭৫), গোরক্ষবিজয় ও গাজীবিজয়। এ ছাড়াও তিনি জয়নবের চৌতিশা, সুলতান জমজমা, রাগমালা ও পদাবলী কাব্য রচনা করেন।
উনিশ শতকে ফয়জুল্লাহ নামে একজন দোভাষী শায়ের ছিলেন। তাঁর কাব্যের নাম সত্যপীর। তিনি হাওড়ার পাঁচনা গ্রামের অধিবাসী ছিলেন।