লোককাহিনি

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

লোককাহিনি এক ধরনের লোকসাহিত্য। লোককাহিনি যখন গদ্যে গীত হয় তখন তাকে লোককথা বা Folklore বলে। আবার এই কাহিনিই যখন পদ্যে গাওয়া হয় তখন তা হয় গীতিকা। লোককথা বা লোককাহিনি তিন প্রকার – রূপকথা, উপকথা, ব্রতকথা।

রূপকথা কাকে বলে?
Fairy Tales এর বাংলা প্রতিশব্দ রূপকথা। এতে অবাস্তব ও অবিশ্বাস্য ঘটনার ঘনঘটা থাকে। বাস্তবতার সাথে এর সম্পর্ক অনেক দূরের। অনেক বাংলা রূপকথা সংস্কৃত পঞ্চতন্ত্র ও পালি জাতক থেকে এসেছে। মধ্যপ্রাচ্যের আরব্য উপন্যাস ও পারস্য উপন্যাস থেকেও বেশকিছু রূপকথার আগমন ঘটেছে। বাংলা রূপকথায় পরীর ভূমিকা রচিত হয়েছে সর্বদা সাহায্যকারী হিসেবে। এছাড়া রাক্ষস-খোক্কস, সন্ন্যাসী-ডাইনি, দৈত্য-দানব, জাদুকর, বীর-পালোয়ান, রাজা-রাণী, রাজপুত্র-রাজকন্যা, উজিরপুত্র-কোটালপুত্র এসব হচ্ছে রূপকথার পাত্রপাত্রী। রূপকথায় পাওয়া যায় নানা অলৌকিক ঘটনা, যেমন: নিঃসন্তান বাদশার সন্তান লাভ, জীবজন্তু কর্তৃক মনুষ্যজাতির ভবিষ্যৎ গণনা, বিপদসঙ্কুল পরিস্থিতিতে সন্ন্যাসীর আগমন, রাজকন্যার প্রতি দৈবসাহায্য, রাজপুত্রের অসাধ্য সাধন ও বিভিন্ন দুঃসাহসিক কাজের পরিচয়, বিপদে সাহায্যের জন্য বনজঙ্গলের পশুপাখি ও গাছপালার এগিয়ে আসা ইত্যাদি।
বাংলা রূপকথার প্রথম সংগ্রাহক লালবিহারী দে (১৮২৪-১৮৯৪)। তিনি ১৮৭৫ সালে Folk Tales of Bengal নামে বাংলা রূপকথার একটি ইংরেজি অনুবাদ প্রকাশ করেন। তাঁরই উত্তরসূরি দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার (১৮৭৭-১৯৫৭)। তিনি বাংলার বিভিন্ন অঞ্চল থেকে রূপকথাগুলি সংগ্রহ করে ঠাকুরদাদার ঝুলি ও ঠাকুরমার ঝুলি (৩০তম বিসিএস প্রিলিমিনারি) নামে দুই খন্ডে প্রকাশ করেন। উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর রূপকথার সংগ্রহের নাম ‘টোনাটুনির বই’

উপকথা কাকে বলে?
উপকথা হলে লোকসাহিত্যের একটি ধরন, যাতে বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, জড় বস্তু এবং প্রাকৃতিক উপাদানকে মনুষ্য ক্ষমতা প্রদান করা হয় (যেমন মনুষ্য ভাষায় কথা বলা) এবং তাদের জবানিতে গদ্য বা পদ্য ছন্দে ছোট কাল্পনিক গল্প বিবৃত হয়। এই গল্পগুলোর পরিণতিতে একটি বিশেষ নৈতিক শিক্ষা প্রদান করা হয়। উপকথা নীতিকথা থেকে ভিন্ন কারণ নীতিকথায় প্রাণী, উদ্ভিদ, জড় বস্তু ও প্রাকৃতিক উপাদানকে কথা বলা বা অন্যান্য মনুষ্য ক্ষমতা প্রদান মূল চরিত্র হিসেবে দেখানো হয় না।

ব্রতকথা কাকে বলে?
ব্রতকথা এক ধরনের ধর্মীয় কথা যা গার্হস্থকর্ম সহায়ক। ধর্মীয় হলেও এতে মেয়েদের জন্য থাকে জাগতিক কল্যাণ। গৃহস্থের সুখ সমৃদ্ধি বৃদ্ধিই এর লক্ষ্য।

Add a Comment