ব্রজবুলি
|- ব্রজবুলি কী ? (৩৬তম বিসিএস লিখিত)
নাম শুনে এটা ভাবা ঠিক হবে না যে এটি ব্রজধামের ভাষা। ‘কাঞ্চনজঙ্ঘা যেমন কাঞ্চন বাবুর জংঘা নয়’ সেরূপ ব্রজবুলিও ব্রজের বা ব্রজধামের ভাষা নয়। ব্রজধামের ভাষার নাম ব্রজভাষা। এটি একটি কৃত্রিম কবি ভাষা। যা মৈথিলি ও বাংলা অপভ্রংশ বা অবহট্ঠ এর মিশ্রণের সৃষ্টি করা হয়েছে। এ ভাষায় শ্রীকৃষ্ণের ব্রজলীলা বর্ণিত হওয়ায় এর এরূপ নাম হয়েছে। এটি কৃত্রিম, অভিনব, কোমল ও কাব্যিক একটি ভাষা। চতুর্দশ শতাব্দীর মৈথিলি কবি বিদ্যাপতির কল্যাণে এ ভাষায় বঙ্গে ব্যাপক প্রচার ও প্রসার লাভ করে। তৎকালীন বিদ্যাপতি, কবি জ্ঞানদাস, গোবিন্দদাস প্রমুখ থেকে শুরু করে আধুনিক যুগে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন।