এক নজরে মধ্যযুগের সাহিত্যকর্ম ও সাহিত্যিক
|সাহিত্য | কবি | শতক |
---|---|---|
ইউসুফ জুলেখা | শাহ মুহম্মদ সগীর | পনের শতক |
পদ্মাবতী | আলাওল | সতের শতক |
চন্দ্রাবতী | কোরেশী মাগন ঠাকুর | সতের শতক |
হপ্তপয়কর | আলাওল | সতের শতক |
সতীময়না-লোরচন্দ্রানী | দেীলত কাজী | ষোলো শতক |
রসুল বিজয় | জয়েন উদ্দিন | পনের শতক |
সায়াৎনামা | মুজাম্মিল | পনের শতক |
লায়লী-মজনু | দেীলত উজির বাহরাম খান ( তিনি চট্টগ্রামের অধিবাসী ) | ষোলো শতক |
মধুমালতী | মুহম্মদ কবীর | ষোলো শতক |
হানিফা-কয়রাপরী | সাবিরিদ খান | ষোলো শতক |
বিদ্যাসুন্দর | সাবিরিদ খান | ষোলো শতক |
সয়ফুলমুলুক বদিউজ্জামান | দোনাগাজী চেীধুরী, আলাওল | ষোলো শতক |
লালমতি সয়ফুলমুলুক | আবদুল হাকিম | সতের শতক |
গুলে বকাওলী | নওয়াজিস খান | সতের শতক |
শাহজালাল-মধুমালা | মঙ্গল চাঁদ | সতের শতক |
জেবলমুলুক শামারোখ | সৈয়দ মুহম্মদ আকবর | সতের শতক |
মৃগাবতী | মুহম্মদ মুকিম | সতের শতক |
গদামল্লিকা | শেখ সাদী | আঠারো শতক |
– lighteducationbd থেকে।