এক নজরে মধ্যযুগের সাহিত্যিক ও তাদের পৃষ্ঠপোষক

চেীদ্ধ শতকের শেষ দিকে বা পনের শতকের শুরুর দিকে হিন্দু কবিদের পাশাপাশি মুসলমান কবিরা অনুবাদের কাজে হাত দেন। মধ্যযুগে বাংলা সাহিত্য ছিল পুরোপুরি দেবতাকেন্দ্রিক । এসময় মুসলমান কবিরা আরবি, ফারসি ও হিন্দি প্রণয়মূলক কাব্যগুলো বাংলায় অনুবাদ করতে শুরু করেন। শাহ মুহম্মদ সগীর বাংলা ভাষায় প্রথম মুসলমান কবি। এদের মধ্যে রয়েছেন: দেীলত উজির বাহরাম খান, মুহম্মদ কবির, সাবিরিদ খান, দেীলত কাজী, আবদুল হাকিম , আলাওল, মাগন ঠাকুর প্রমুখ এ যুগের উল্লেখযোগ্য কবি।

উল্লেখযোগ্য পৃষ্ঠপোষক ও কবিঃ

কবিকাব্যপৃষ্ঠপোষক
শাহ মুহম্মদ সগীরইউসুফ জুলেখাগিয়াসউদ্দিন আজম খান
কৃত্তিবাসরামায়ণজালালুদ্দিন মুহম্মদ শাহ
মালাধর বসুশ্রীকৃষ্ণ বিজয়রুকনউদ্দিন বারবক শাহ
জৈনুদ্দিনরসুলবিজয়শামসুদ্দিন ইউসুফ শাহ
বিপ্রদাশমনাসাবিজয়আলাউদ্দিন হোসেন শাহ
বিজয়গুপ্তমনসামঙ্গলআলাউদ্দিন হোসেন শাহ
যশোরাজ খানবৈষ্ণবপদআলাউদ্দিন হোসেন শাহ
কবীন্দ্র পরমেশ্বরমহাভারতহুসেন শাহের সেনাপতি পরাগল খান
বিদ্যাপতিবৈষ্ণবপদনাসিরুদ্দিন নুসরত শাহ
শেখ কবিরবৈষ্ণবপদনাসিরুদ্দিন নুসরত শাহ
শ্রীধরবিদ্যাসুন্দরআলাউদ্দিন ফিরোজ শাহ
আলাওলপদ্মাবতী, তোহফা, সিকান্দারনামা কোরেশী মাগন ঠাকুর, শ্রীমন্ত সোলেমান, নবরাজ মজলিস ।

– lighteducationbd থেকে।

Add a Comment