এক নজরে মধ্যযুগের সাহিত্যিক ও তাদের পৃষ্ঠপোষক
|চেীদ্ধ শতকের শেষ দিকে বা পনের শতকের শুরুর দিকে হিন্দু কবিদের পাশাপাশি মুসলমান কবিরা অনুবাদের কাজে হাত দেন। মধ্যযুগে বাংলা সাহিত্য ছিল পুরোপুরি দেবতাকেন্দ্রিক । এসময় মুসলমান কবিরা আরবি, ফারসি ও হিন্দি প্রণয়মূলক কাব্যগুলো বাংলায় অনুবাদ করতে শুরু করেন। শাহ মুহম্মদ সগীর বাংলা ভাষায় প্রথম মুসলমান কবি। এদের মধ্যে রয়েছেন: দেীলত উজির বাহরাম খান, মুহম্মদ কবির, সাবিরিদ খান, দেীলত কাজী, আবদুল হাকিম , আলাওল, মাগন ঠাকুর প্রমুখ এ যুগের উল্লেখযোগ্য কবি।
উল্লেখযোগ্য পৃষ্ঠপোষক ও কবিঃ
কবি | কাব্য | পৃষ্ঠপোষক |
---|---|---|
শাহ মুহম্মদ সগীর | ইউসুফ জুলেখা | গিয়াসউদ্দিন আজম খান |
কৃত্তিবাস | রামায়ণ | জালালুদ্দিন মুহম্মদ শাহ |
মালাধর বসু | শ্রীকৃষ্ণ বিজয় | রুকনউদ্দিন বারবক শাহ |
জৈনুদ্দিন | রসুলবিজয় | শামসুদ্দিন ইউসুফ শাহ |
বিপ্রদাশ | মনাসাবিজয় | আলাউদ্দিন হোসেন শাহ |
বিজয়গুপ্ত | মনসামঙ্গল | আলাউদ্দিন হোসেন শাহ |
যশোরাজ খান | বৈষ্ণবপদ | আলাউদ্দিন হোসেন শাহ |
কবীন্দ্র পরমেশ্বর | মহাভারত | হুসেন শাহের সেনাপতি পরাগল খান |
বিদ্যাপতি | বৈষ্ণবপদ | নাসিরুদ্দিন নুসরত শাহ |
শেখ কবির | বৈষ্ণবপদ | নাসিরুদ্দিন নুসরত শাহ |
শ্রীধর | বিদ্যাসুন্দর | আলাউদ্দিন ফিরোজ শাহ |
আলাওল | পদ্মাবতী, তোহফা, সিকান্দারনামা | কোরেশী মাগন ঠাকুর, শ্রীমন্ত সোলেমান, নবরাজ মজলিস । |
– lighteducationbd থেকে।