বাগধারা ব

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

বউ কাটকী = যে শাশুড়ি ছেলের বউ কে কষ্ট দেয় ।
বক দেখানো = অশোভনভাবে বিদ্রুপ করা ।
বক ধার্মিক- ধার্মিকতার ভানধারী; ধর্মধ্বজাধারী; ভণ্ড। (১২তম বিসিএস প্রিলিমিনারি)
বজ্র আটুনি ফস্কা গেরো = সতর্কতার মধ্যে অসতর্কতা ।
বরের ঘরের পিসী কনের ঘরে মাসী = উভয় কুল রক্ষা করে চলা ।
বর্ণ চোরা আম = যার স্বরূপ বোঝা যায় না ।
বাঘের আড়ি = নাছোড়বান্দা, দুশমনি ।
বাঙালকে হাইকোর্ট দেখানো= সরল লোককে প্রতারণা করা।
বাপের ঠাকুর = উচ্ছন্নে যাওয়া ।

বামনের গরু= যে অল্প পারিশ্রমিকে বেশি কাজ করে।
বারফট্টাই = বড়াই ।
বারো ভূত = আত্নীয় স্বজন ।
বারো মাসে তেরো পার্বণ= উৎসবের আধিক্য।
বারো মাস ত্রিশ দিন= প্রতিদিন।
বারো সতেরো=খুঁটিনাটি।
বাস্তু ঘুঘু = অতি ধুরন্ধর ব্যক্তি ।
বাহাত্তরে ধরা= বুদ্ধি হ্রাস পাওয়া।
বিদুরের খুদ – গরীবের সামান্য উপহার।
বিনা মেঘে জল = অকারণে কাজের সৃষ্টি ।

বিন্দেদূতী – কেউ কারো কথা পরস্পরের মধ্যে চালাচালি করা।
বিরাশি সিক্কা ওজন = বিরাট বা বিপুল ওজন ।
বিশ বাও জল = ভীষণ বিপদ।
বিষের পুঁটলি = হিংসুটে, বিদ্বেষী।
বিষ নেই কুলোপনা চক্কর = অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন ।
বিড়াল তপস্বী- সাধুর ছদ্মবেশে শয়তান, ভণ্ড ব্যক্তি। (১২তম বিসিএস প্রিলিমিনারি)
বিড়ালের খুদ = শ্রদ্ধার সামান্য উপহার ।
বিড়ালের আড়াই পা = বেহায়াপনা, ক্ষণস্থায়ী রাগ।
বুক দিয়ে পড়া = প্রাণপনে সহায়তা করা ।
বূড়ো বয়সে চূড়াকরণ= খোকামি।
বেগার ঠেলা = পারিশ্রমিকে না নিয়ে কাজ করা ।
ব্যাঙের আধুলি = সামান্য ধনের অহংকারী ব্যক্তির ধন ।
ব্যাঙের লাথি= নগণ্য লোকের আধুলি।
ব্যাঙের সর্দি = মিথ্যা ভয়, অসম্ভব ঘটনা (২০ তম বিসিএস প্রিলিমিনারি)
বয়সের গাছ-পাথর না থাকা= অত্যন্ত বৃদ্ধ।
বয়ে যাওয়া= ক্ষতিবৃদ্ধি জ্ঞান না করা।


👉 Read More...👇