বাগধারা যুগলদের মধ্যে কোন জোড় সর্বাধিক সমার্থবাচক?

  • অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
  • বক ধার্মিক; বিড়াল তপস্বী
  • রুই-কাতলা; কেউ কেটা
  • বক ধার্মিক; ভিজে বেড়াল

  • অমাবস্যার চাঁদ - যার দেখা পাওয়া ভার, যাকে সচরাচর দেখা যায় না।
  • আকাশ কুসুম - মিথ্যা কল্পনা, অসার কল্পনা, অলীক কল্পনা।
  • বক ধার্মিক- ধার্মিকতার ভানধারী; ধর্মধ্বজাধারী; ভণ্ড।
  • বিড়াল তপস্বী- সাধুর ছদ্মবেশে শয়তান, ভণ্ড ব্যক্তি।
  • রুই-কাতলা- বিত্তবান ও প্রতিপত্তিশালী লোক
  • কেউ কেটা- সামান্য সাধারণ নগণ্য বা হেয় করবার মতো ব্যক্তি, যে-সে লোক; (ব্যঙ্গে) মানী বা পদসহ লোক।
  • ভিজে বেড়াল- দেখতে নিরীহ হলেও আসলে দুষ্ট প্রকৃতির লোক।