ধুন্ধুমার কাণ্ড

ধুন্ধুমার কাণ্ড! ধুন্ধুমার ব্যাপারটা কী? ধুন্ধু ছিল এক দুর্দান্ত দৈত্য। ব্রহ্মার বরে শক্তিশালী হয়ে সে স্বর্গে মর্ত্যে পাতালে অত্যাচার শুরু করেছিল। ঋষি উতঙ্কের সহায়তায় ইক্ষ্বাকু বংশের রাজা কুবলাশ্ব তাকে সংহার করেছিলেন। তাই কুবলাশ্ব অভিহিত হলেন ধুন্ধুমার নামে। সংহার ব্যাপারটা খুব সহজে ঘটেনি। সব অস্ত্র হজম করে নিয়ে ধুন্ধু মুখ থেকে বার করতে লাগল অজস্র আগুনের হলকা। তাতে পুড়ে মরল কুবলাশ্বের সহস্র পুত্র। শেষমেষ কুবলাশ্ব ধুন্ধুর দেহে জলের ধারা বইয়ে দিয়ে তাকে ব্রহ্মাস্ত্র দিয়ে ভস্ম করে ফেলেছিলেন। ভয়ঙ্কর মারপিট দাঙ্গাহাঙ্গামাকে তাই ধুন্ধুমার কাণ্ড বলা হয়।

Add a Comment