বাগধারা অ

অকট বিকট- ছটফটানি ।
অকালের বাদলা= অপ্রত্যাশিত বাধা ।
অকাল বোধন= অসময়ে আবির্ভাব ।
অক্ষর পরিচয় = সামান্য জ্ঞান।
অক্ষয় বট= প্রাচীন ব্যক্তি ।
অকড়িয়া = ধনহীন ।
অগত্য মধুসূদন = অনন্যোপায় হয়ে ।
অগস্ত্য যাত্রা = চির দিনের জন্য প্রস্থান ।
অগাকান্ত/অঘাচণ্ডী/অঘারাম = নির্বোধ, নিরেট বোকা ।

অগ্নিগর্ভ = তেজদীপ্ত।
অঘটনঘটন পটিয়সী = অসাধ্য সাধনে পটু ।
অঙ্কুশ-তাড়না= অন্তর্গত আঘাত।
অঙ্গ জল হওয়া= শীতল হওয়া।
অজগর বৃত্তি = আলসেমি।
অজার যুদ্ধে আঁটুনি সার /বজ্র আঁটুনি ফস্কা গেরো/ পর্বতের মুষিক প্রসব – লঘু ফলাফলযুক্ত আড়ম্বরপূর্ণ আয়োজন।
অঞ্চল প্রভাব = স্ত্রীর প্রভাব।
অতি দর্পে হত লঙ্কা = বেশী অহংকারে পতন।
অতি দানে বলির পাতালে হল ঠাই – সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং সৎ কর্মে নিয়োজিত ব্যাক্তি অন্যের কৌশলে ভোগান্তির শিকার হয়।
অতি মানুষ = অলৌকিক ক্ষমতা সম্পন্ন মানুষ ।
অদৃষ্টের পরিহাস = বিধির বিড়ম্বনা ।

অনভ্যাসের ফোঁটা = অনভ্যস্ত সৌভাগ্য।
অনলে জল পড়া = রাগ পরে যাওয়া।
অন্তরটিপুনি = মর্মপীড়াদায়ক, গোপন ইশারা ।
অন্ধের হাতি দেখা – কোন বিষয় সম্পর্কে পরিষ্কার ধারনা না নিয়ে শুধু অংশবিশেষ পর্যালোচনা করে সম্পুর্ন বিষয়ে মতামত ব্যাক্ত করা।
অন্ন জল ওঠা=আয়ু শেষ হয়ে যাওয়া।
অপগণ্ড= অকর্মণ্য/অপ্রাপ্ত বয়স্ক ।
অবরেসবরে= কালে ভদ্রে ।
অম্বল চাখা = ক্রমাগত পরিবর্তন করা।
অর্ধচন্দ্র=গলাধাক্কা দেওয়া (১১তম বিসিএস প্রিলিমিনারি)
অলক্ষ্মীর দশা = শ্রীহীনতা, দারিদ্র্য ।
অলছ বিলছ = উদ্যাম/বাধাবন্ধহীন ।

অশীতিপর = আশি বছরের অধিক ব্যক্তি।
অশ্বত্থামা হত ইতি গজ – কোন কথা পরিষ্কার করে না বলে কিছু সত্য গোপন করা।
অষ্টকপাল = হতভাগ্য ।
অষ্টবজ্র সম্মিলন = প্রতিভাবান ব্যাক্তিদের সম্মিলন।
অষ্টমঙ্গলা- আনন্দের রেশ থাকা অবস্থা ।
অষ্টরম্ভা = কাঁচকলা /কাঁচাকলা /ফাঁকি ।
অসার সুসার = সুবিধা অসুবিধা।
অস্থি চর্মসার = অত্যন্ত চিকন।
অস্থি সন্ধি – ফাঁকফোকর ।


👉 Read More...👇