বাক্য সংকোচন(ল, শ)
|লক্ষ্য করার যোগ্য- লক্ষণীয়
লক্ষ্য করা হয় নাই এমন- অলক্ষিত/ অলখ
লবণ কম দেওয়া হয়েছে এমন- আলুনি
লম্বা উদর যাহার- লম্বোদর
লম্বা হইয়া ঝুলিতেছে এমন- লম্বমান
লয় করার ইচ্ছা- লীন
লাফিয়ে চলে যে- প্লবগ (ব্যাঙ/বানর)
লাভের অংশ- লভ্যাংশ
লাভ করার ইচ্ছা- লিপ্সা
লাভ করিবার ইচ্ছা- লোভ
লালসাযুক্ত লকলকে জিহ্বা- লোল জিহ্বা
লিখিত খসড়া – পাণ্ডুলিপি
লিখিত হইবে যাহা- লিখিতব্য
শকুন্ত পাখির দ্বারা লালিত কলা- শকুন্তলা
শক্তিকে অতিক্রম না করিয়া – যথাশক্তি
শক্তির উপাসনা করে যে – শাক্ত
শতবর্ষ পূর্তির জন্য অনুষ্ঠান- শতবার্ষিকী
শত্রুকে জয় করেন যিনি- পরঞ্জয় বা শত্রুজিৎ
শত্রুকে পীড়া দেয় যে – পরন্তপ
শত্রুকে বধ/হনন করে যে- শত্রুঘ্ন
শত্রুকে/অরিকে দমন করে যে- অরিন্দম
শত অব্দের সমাহার- শতাব্দী
শত পাপড়িযুক্ত ফুল- শতদল
শবদাহাদির চরম সংস্কার – অন্ত্যেষ্টি
শব্দ শুনে লক্ষ্যভেদ- শব্দভেদী
শরণ করার যোগ্য যিনি- শরেণ্য
শরণ চায় যে – শরণার্থী
শরৎকালের উজ্জ্বল চাঁদ – শরদিন্দু
শরৎকাল সম্পর্কিত- শারদ
শাল গাছের ন্যায় দীর্ঘাকার – শালপ্রাংশ
শাস্ত্র জানেন যিনি- শাস্ত্রজ্ঞ
শাস্ত্র রচনা করেন যিনি- শাস্ত্রকার
শিবের উপাসক – শৈব
শিবের বাদ্যযন্ত্র- ডমরু
শিরে (মস্তকে) ধারণ করিবার যোগ্য – শিরোধার্য
শীত নিবারনের বস্ত্র- শীতবস্ত্র
শীত বিশেষ পীড়িত- শীতার্ত
শীত সহ্য করিতে পারে না যে- শীতকাতুরে
শুকনো পাতার শব্দ- মর্মর
শুনলেই যার মনে থাকে- শ্রুতিধর
শুনিতে পারা যায় এমন- শ্রবণীয়/ শ্রব্য/ শ্রাব্য
শুনিতে মধুর শোনায় যাহা- শ্রুতিমধুর
শুনিতে হয় যে কাব্য- শ্রব্যকাব্য
শুভক্ষণে জন্ম যার – ক্ষণজন্মা
শৈশবকাল থেকে- আশৈশব
শোক দূর হয়েছে যার- বীতশোক
শোধন করেন যিনি- শোধক/ সংস্কারক
শোনামাত্র যার মনে থাকে- শ্রুতিধর
শোনা হইয়াছে এমন – শ্রুত
শোভন হৃদয় যার- সুহৃদ
শ্রদ্ধার সঙ্গে দেয় – শ্রাদ্ধ
শ্রমহেতু সর্বাঙ্গ থেকে ঘাম নিঃসরণ- গলদঘর্ম
শ্রমের প্রয়োজন হয় যে কাজে- শ্রমসাধ্য
শ্রমের মাধ্যমে লাভ করা হইয়াছে এমন- শ্রমলব্ধ
শ্রমের সাহায্যে জীবিকা অর্জন করে যাহারা- শ্রমজীবী
শ্রম করিতে কষ্টবোধ করে যে- শ্রমকাতর
শ্রম করিতে চাহেনা যে- শ্রমবিমুখ
শ্রেণিতে শ্রেণিতে প্রতিষ্ঠা লাভের জন্য পারস্পরিক সংগ্রাম- শ্রেণিসংগ্রাম