বাক্য সংকোচন(উ)

উচচানে অবস্থিত ক্ষদ্র কটির- টঙ্গি
উচিতের অভাব- অনৌচিত্য
উচিত নয় যা- অনুচিত
উচ্চ ললাট যাহার- উচ্চকপালে
উচ্ছেদ করিবার যোগ্য- উচ্ছেদ্য
উটের/হস্তীর শাবক – করভ
উড়ন্ত পাখির ঝাঁক – বলাকা
উড়িয়া চলে যে জাহাজ- উড়োজাহাজ
উড়িয়া যাইতেছে যাহা- উড্ডীন, উড্ডীয়মান, উড়ন্ত
উত্তরাধিকার সূত্রে পাওয়া ধন – রিক্থ
উত্তর দিকে মুখ করিয়া আছে এমন- উত্তরাস্য
উত্তর দিক সম্পর্কিত- উদীচ্য
উদক (জল) পানের ইচ্ছা -উদন্যা
উদগারণ করেন যিনি- উদগাতা
উদগীরণ করা হয়েছে এমন- উদগীর্ণ
উদগ্র(তীব্র) লোভের চঞ্চু(ঠোঁট)- লোলুপ
উদয় হইতেছে এমন- উদীয়মান
উদর সম্পর্কিত- ঔদরিক
উদারতার অভাব- অনৌদার্য
উদাস হইয়া পড়িয়াছে যে- উদাসী
উদিত হচ্ছে এমন- উদীয়মান
উদিত হয়নি যা- অনুদিত
উদ্দাম নৃত্য – তাণ্ডব
উদ্দীপনা প্রকাশ করে যাহা- উদ্দীপক
উদ্ভিদের নতুন পাতা – পল্লব, কিশলয়
উদ্যোগ গ্রহণ করেন যিনি- উদ্যোগী
উপকারীর অপকার করে যে – কৃতঘ্ন
উপকারীর উপকার স্বীকার করে না যে- অকৃতজ্ঞ
উপকারীর উপকার স্বীকার করে যে – কৃতজ্ঞ
উপকার করবার ইচ্ছা – উপচিকীর্ষা
উপচাইয়া পড়িতেছে যাহা- উপচীয়মান
উপদেশ ছাড়া লব্ধ প্রথম জ্ঞান- উপজ্ঞা
উপন্যাস রচয়িতা- ঔপন্যাসিক
উপবাস করেন যিনি- উপবাসী
উপবেশন করিয়া আছে যে- উপবিষ্ট
উপভোগ করিবার মত যাহা- উপভোগ্য
উপরতলার ঘর – বালাখানা
উপরে উক্ত হইয়াছে এমন- উপর্যুক্ত
উপরে লেপ দেওয়া হইয়াছে এমন- উপলিপ্ত
উপস্থিত আছে যা – বর্তমান
উপস্থিত বুদ্ধি আছে যার- প্রত্যুৎপন্নমতি
উপস্থিত বুদ্ধি প্রয়োগের ক্ষমতা – প্রত্যুৎপন্নমতিত্ব
উপায় নাই যাহার- নিরুপায়
উপেক্ষার যোগ্য- উপেক্ষণীয়
উভয় তীর আছে যার – পারাবার
উভয় হাত যার সমান চলে – সব্যসাচী
উরস (বক্ষ) দিয়ে হাঁটে যে- উরগ (সর্প)
উর্বর নয় যা – উষর
উলু ধ্বনি – অলোলিকা
উল্লেখ করা হয় না যা- উহ্য
উল্লেখ নেই অথচ যার অস্তিত্ব স্বীকার করা হয়- ঊহ্য
উৎখাতের শিকার হয়েছে যে – উদ্বাস্তু
উৎপন্ন হইতেছে এমন- উৎপাদ্যমান
উৎপাদন করেন যিনি- উৎপাদক
উৎপীড়ন করেন যিনি- উৎপীড়ক
উৎপীড়ন সহ্য করে যে- উৎপীড়িত
উৎসবের জন্য নির্মিত গৃহ- মণ্ডপ
উড়ন্ত পাখির ঝাঁক- বলাকা

Add a Comment