বাক্য সংকোচন(প-১)
|পঁচিশ বছর পূর্তির জন্য যে অনুষ্ঠান- রজতজয়ন্তী
পঙতি ভুক্তি হইয়া বসিবার অযোগ্য- অপঙক্তেয়
পঞ্চাশ বছর পূর্তির জন্য যে অনুষ্ঠান- সুবর্ণজয়ন্তী
পঞ্চ আনন যার- পঞ্চানন
পট আঁকেন যিনি- পটুয়া
পট শব্দকারী আতশবাজী- পটকা
পড়িয়া যায় বা যাইতেছে এমন- পতনশীল
পণ্ডিত হয়েও যে মূর্খ- পণ্ডিতমূর্খ
পতিত হইবার উপক্রম করিয়াছে এমন- পতনোন্মুখ
পতিব্রতার ধর্ম- পতিব্রতা
পতিসেবাকে পুণ্যরূপে গ্রহণ করিয়াছে এমন- প্রতিব্রতা
পত্নীর সাথে বর্তমান- সপত্নীক
পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহ- অধিবেদন
পথিকদের আহরাদি করার গৃহ- পান্থশালা
পথ দিয়ে পায়ে হেঁটে চলে যে- পথিক
পদে আশ্রয় গ্রহণ করিয়াছে এমন- পদাশ্রয়ী
পদে প্রতিষ্ঠিত- পদস্থ
পদ্মের উঁটা বা নাল- মৃণাল
পদ্মের ঝাড় বা মৃণালসমূহ- মৃণালিনী
পদ্মের ন্যায় অক্ষি বা চোখ- পুণ্ডরীকাক্ষ
পদ রচনা করেন যিনি- পদকর্তা, পদকার
পয়(সুলক্ষণ) আছে যার- পয়মন্ত
পরকাল সম্পর্কিত- পারলৌকিক
পরকে (কোকিল শাবক) পালন করে যে- পরভৃৎ (কাক)
পরিব্রাজকের ভিক্ষা – মাধুকরী
পরিমিত কথা বলে যে- মিতভাষী, বিতবাক
পরিমিত মতো খায় যে- মিতাহারী
পরের অন্নে যে জীবন ধারণ করিয়া থাকে- পরান্নজীবী
পরের দ্বারা পালিত- পরভৃত(কোকিল)
পরের পায়ে অত্যন্ত হীনভাবে লেহন করে যে- পদলেহী
পরের শ্রী বা উন্নতি দেখিয়া যাহার মন খারাপ হয় – পরশ্রীকাতর
পরে জন্মেছে যে – অনুজ
পলক পড়ে না যাতে- অপলক
পশুহত্যা করে যে- কসাই
পশ্চাতে গমন করে যে- অনুগামী, পশ্চাদগামী
পশ্চাতে পশ্চাতে সবেগে ধারণ করা- পশ্চাদ্ধাবন
পাঁজরের হাড় কম যার – ঊনপাঁজুরে
পাখির কলতান- কূজন, কাকলি
পাখির ডাক – কাকলি
পাখির ডানা ঝাপটা- পাখসাট
পাঠ করিতে হইবে এমন- পঠিতব্য, পঠনীয়
পাঠ করিবার অযোগ্য- অপাঠ্য
পাতা দিয়ে ছাওয়া ঘর – পর্ণশালা
পানের অযোগ্য- অপেয়
পানের যোগ্য – পেয়
পানের যোগ্য- পানীয়
পান করার ইচ্ছা- পিপাসা
পায়ে হাঁটা – পদব্রজ
পারে গমন করে যে- পারগ
পা থেকে মাথা পর্যন্ত – আপাদমস্তক
পা দিয়ে যে চলে না -পন্নগ (সর্প)
পা ধোয়ার জল- পাদ্য
পা মুছার জন্য আস্তরণ- পাপোশ
পিতার ভ্রাতা- পিতৃব্য
পিতৃগৃহবাসিনী- চিরন্টী
পিষ্ট(পেষা হয়েছে এমন) দ্রব্যের গন্ধ – পরিমল
পুণ্যকর্ম সম্পাদনের জন্য শুভ দিন- পুণ্যাহ
পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে যা – দেদীপ্যমান
পুনুরোচিত ভাব, ধর্ম বা আচরণ- পৌরুষ