বাক্য সংকোচন(ভ)

ভক্ষণের ইচ্ছা – বুভুক্ষা
ভগীরথ কর্তৃক আনীত নদী- ভগীরথী
ভবিষ্যতে কি ঘটিবে সে সম্বন্ধে পূর্বাহ্নেই উক্তি- ভিবষ্যদ্বাণী
ভবিষ্যতে ঘটিবেই এমন- ভিবতব্য, অবশ্যম্ভাবী
ভবিষ্যতে যা ঘটবে – ভবিতব্য
ভবিষ্যতে হবে এমন- ভাবী
ভবিষ্যৎ কি হবে দেখে যে – অপরিণামদর্শী
ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে – দূরদর্শী
ভয় নেই যার- নির্ভীক
ভরণের যোগ্য- ভৃত্য
ভস্মে পরিণত হয়েছে যা- ভস্মীভূত
ভাগ্যকে নিয়ন্ত্রণ করেন যে দেবতা- ভাগ্যদেবতা, ভাগ্যবিধাতা
ভাগ করে যে- ভাজক
ভিক্ষার অভাব- দুর্ভিক্ষ
ভিতর থেকে পোপনে ক্ষতিসাধন – অন্তর্ঘাত
ভুজের সাহায্যে (এঁকে বেঁকে) চলে যে ভুজগ/ভুজঙ্গ(সাপ)
ভুলহীন ঋষি বাক্য- আপ্তবাক্য
ভূগোল সম্বন্ধীয়- ভৌগোলিক
ভূত নামায় যে- ওঝা
ভূমিতে চরে যে- ভূচর
ভূ-কেন্দ্রের দিকে জড় পদার্থের আকর্ষষ- অভিকর্ষ
ভূ-গর্ভস্থ পথ- সুড়ঙ্গ
ভূ- কেন্দ্রের দিকে জড় পদার্থের আকর্ষষ- অভিকর্ষ
ভেতরে প্রবেশ- সন্নিবেশ
ভোগ করিবার ইচ্ছা- ভোগতৃষ্ণা
ভোগ যন্ত্রণা থেকে নিষ্কৃতি লাভ- নির্বাণ
ভোজন করার ইচ্ছা- বুভুক্ষা
ভোরে গাওয়ার উপর্যুক্ত গান- ভোরাই
ভ্রমণ করার ইচ্ছা- বিভ্রমিষা
ভ্রমণ করা স্বভাব – ভ্রমর
ভ্রমরের শব্দ – গুঞ্জন
ভ্রামণ করিয়া বেড়ায় এমন- ভ্রাম্যমান
ভয় নেই যার- নির্ভীক

Add a Comment