ক্ক/ক্ব
|ক্ক
অপক্ক = পাকেনি এমন; অপরি-পক্ক
চিক্কণ = চিকন
বৃক্ক = তলপেটে অবস্হিত মূত্র-নিঃসারক যন্ত্র
ক্ব
ক্বচিত্ = কোথাও; কখনো; খুব কম, প্রায় না
ক্বণ/নিক্বণ= বীণা, সেতার , নূপুর ইত্যাদি বাদ্যযন্ত্রের ধ্বনি;
ক্বাথ = জলে সিদ্ধ করে প্রস্তুত ঘন নির্যাস বা সার অংশ।
ঘৃতপক্ব= ঘি দিয়ে বা ঘিয়ে ভাজা বা তৈরি (ঘৃতপক্ব লুচি)
পক্ব =পাকা (পক্ব ফল); সাদা, পলিত (পক্ব কেশ); পরিণত, অভিজ্ঞ (পক্ব বুদ্ধি); গাঢ় (পক্ব মধু); পাক করা বা রান্না করা হয়েছে এমন ।
পক্ব-বিম্বাধরোষ্ঠী- (স্ত্রী.) পাকা বিম্ব বা তেলাকুচো ফলের মতো লাল ঠোঁটযুক্তা। [সং. পক্ববিম্ব + অধর + ওষ্ঠ + ঈ]।
পক্বাশয় = পাকস্হলী। [সং. পক্ব + আশয়]।
পরি-পক্ব = 1 সম্পূর্ণ পাকা, সুপক্ব; 2 পরিণত; 3 বিচক্ষণ (পরিপক্ব বুদ্ধি, পরিপক্ব জ্ঞান)। [সং. পরি + পক্ব]। বি. ̃পরিপক্বতা।