অনন্বয়ী অব্যয়(Interjection)

যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন

ক. উচ্ছ্বাস প্রকাশে : মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ!
খ. স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপনে : হ্যা, আমি যাব। না, আমি যাব না।
গ. সম্মতি প্রকাশে : আমি আজ আলবত যাব। নিশ্চয়ই পারব।
ঘ. অনুমোদনবাচকতায় : আপনি যখন বলছেন, বেশ তো আমি যাব।
ঙ. সমর্থনসূচক জবাবে : আপনি যা জানেন তা তো ঠিকই বটে।
চ. যন্ত্রণা প্রকাশে: উঃ! পায়ে বড্ড লেগেছে। নাঃ! এ কষ্ট অসহ্য।
ছ. ঘৃণা বা বিরক্তি প্রকাশে : ছি ছি, তুমি এত নীচ! কী আপদ! লোকটা যে পিছু ছাড়ে না।
জ. সম্বোধনে: ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।
ঝ. সম্ভাবনায় : সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে।

আরও কিছু অনন্বযী অব্যয়

Ah- বিস্ময় বা করুণা প্রকাশে
Alas- হায়
Beautiful- সুন্দর
Bravo- সাবাস
Capital- চমৎকার
Dam Shit- ঘোড়ার ডিম
Dam- ধুর ছাই
Excellent- চমৎকার
Fie- ছি! ছি!
Hark- শুন
Hello- ওহে
Huh-হাহ(আন্তর্জাতিক শব্দ এটি, সারা বিশ্বে চলে)
Hurrah- কি মজা
Lo- দেখা
Marvelous- বাঃ বেশ
Oh God- হায় ঈশ্বর
Oh My Goodness- হায় কপাল
Oh- আরে
Pooh- ইস্‌
Shame- লজ্জা
Tush- থাম
Well done- সাবাস

Add a Comment