একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ – ৭

নাক
নাসিকা : তিসা নাকে নথ পরেছে।
শব্দ করা : ঘুমের মধ্যে অনেকেই নাক ডাকে।
নিশ্চিন্ত : পরীক্ষা শেষ, এবার নাকে তেল দিয়ে ঘুমাও।
ক্ষতি : নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করে তোমার কী লাভ হলো?
অনধিকার চর্চা : আমার ব্যাপারে নাক গলাতে এসো না।

নাম
পরিচয় : তোমার নাম কী?
খ্যাতি : ক্রিকেট খেলে রাজন বেশ নাম করেছে।
খ্যাতিমান : তিনি একজন নামকরা উকিল।
স্মরণ : সব সময় সৃষ্টিকর্তার নাম নেবে।
স্বল্পমূল্য : নামমাত্র দামে বাড়িটি বিক্রি হয়ে গেল।
উল্লেখ : একটা নদীর নাম বল।
আখ্যা অর্থে – কানা ছেলের নাম পদ্মলোচন।
খ্যাতি অর্থে – লেখাপড়া শিখে যখন বড় হবে, তখন তোমার অনেক নাম হবে।
পরিচয় অর্থে – আপনার নাম কি?
শপথ অর্থে – আল্লাহ্’র নামে বলছি, আপনাকে আমি সাহায্য করব।
স্মরণ অর্থে – ওই ‘নাম’ জপলে মুক্তি পেয়ে যাবে।
শব্দ মাত্র অর্থে – সে নামেই নেতা, কামে নয়।

নাক
নাসিকা অর্থে – নিঃশ্বাস অর্থে – প্রশ্বাসের জন্য নাক একটি অপরিহার্য অঙ্গ।
দ্রুত খাওয়া অর্থে – নাকে মুখে না গুঁজলে ট্রেনটা নিশ্চিত ফেল করতাম।
সাজা অর্থে – কতবার যে নাকে খত দিয়েছ তার হিসাব আছে।
নির্ভাবনা অর্থে – নাকে তেল দিয়ে ঘুমালে চলবে না, সাবধান থাকতে হবে।
শব্দ অর্থে – সে ঘুমানো মাত্রই নাক ডাকে।

পা
অতি হীনভাবে তোষামোদ করা অর্থে – সমাজে পা চাটা লোকের অভাব নেই।
যেতে উদ্যত হওয়া অর্থে – তারা বাড়ির উদ্দেশ্যে পা বাড়াল।
বিনীতভাবে অনুরোধ করা অর্থে – আপনার পায়ে ধরছি আমার কাজটি করে দিন।
চরণ, পদ অর্থে – বল খেলতে গিয়ে টুটুল পায়ে ব্যথা পেয়েছে।
তোষামোদ অর্থে – এই আপনার পায়ে ধরে বলছি হুজুর, আপনার কথার অন্যথা হবে না।
অবজ্ঞা করা অর্থে – হাতের লক্ষীকে পায়ে ঠেলে দিও না।

পাকা
পক্ব অর্থে – ‘পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ।’
অভিজ্ঞ অর্থে – তিনি একজন পাকা লোক।
ঝানু হওয়া অর্থে – অল্প বয়সেই ছেলেটি বুদ্ধিতে পেকেছে ।
স্থায়ী অর্থে – শাড়িটার রঙ পাকা।
ইটের তৈরি অর্থে – পাকা বাড়িঘর বেশি দিন টেকে।
পরিপক্ব অর্থে – পাকা আম। (২৬তম বিসিএস প্রিলিমিনারি)
খাঁটি অর্থে – পাকা সোনায় খাদ থাকে না।
দক্ষ অর্থে – বুলবুল একজন পাকা খেলোয়াড়।
সাদা অর্থে – কী ব্যাপার, তোমার সব চুল দেখি পেকে যাচ্ছে।
নিপুণ অর্থে – তোমার মা রান্না অর্থে – বান্নায় খুবই পাকা।
বখাটে অর্থে – ছেলেটা অল্প দিনেই পেকে গেছে।

পড়া
অধ্যয়ন করা অর্থে – মনোযোগ দিয়ে পড়াশোনা করলে অবশ্যই ভালো ফল করতে পারে।
ক্ষমা অর্থে অর্থে – পায়ে পড়ি এবার আমাকে মাফ করে দিন।
কমে আসা অর্থে – এত দিনে তার রাগ পড়েছে।
পাল্লায় পড়া অর্থে – বখাটে ছেলেদের পাল্লায় পড়ে ফেরদৌসের জীবন আজ অন্ধকার।
পঠন অর্থে – মা এক ঘণ্টা ধরে কুরআন পড়ছেন।
চেষ্টা করা অর্থে – উঠে পড়ে লাগ, পরীক্ষায় অবশ্যই ভালো করবে।
নতিস্বীকার অর্থে – তোমার পায়ে পড়ি, এবারের মতো আমাকে রেহাই দাও।
খরচ পড়া অর্থে – অলঙ্কারগুলো বানাতে অনেক খরচ পড়েছে।
প্রয়োজন হওয়া অর্থে – আমার অত গরজ পড়েনি যে তাকে ডাকতে হবে।
আটকে যাওয়া অর্থে – তার ফাঁদে যদি একবার পড়, তাহলে আর নিস্তার নেই।

Add a Comment