এনটিএমসি ( NTMC )

টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নয়নের কারণে বিশ্বব্যাপী অবাধ তথ্য প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। ফলশ্রুতিতে বৃদ্ধি পাচ্ছে সংবেদনশীল তথ্যের অযাচিত প্রকাশ এবং অপরাধ কার্যক্রমে প্রযুক্তির অপব্যবহার।

সময়ের প্রয়োজনে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নানাবিধ সম্ভাব্য অপতৎপরতা রোধকল্পে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীনে একটি স্বতন্ত্র সংস্থা হিসাবে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) বা National Telecommunication Monitoring Center ( NTMC ) আত্মপ্রকাশ করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশক্রমে এনটিএমসি সকল আইনপ্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাকে যোগাযোগ মাধ্যমসমূহে আইনানুগ ইন্টারসেপশন এর সুবিধা ও অন্যান্য সহায়তা প্রদান করে।

২০০৩ সালে যাত্রা শুরু করা এনটিএমসি বিভিন্ন সংস্থার চাহিদা অনুসারে সন্দেহুভাজন ব্যক্তিদের ‘ডিজিটালি’ নজরদারি করে।

Add a Comment