ঢাকা বিষয়ক তথ্য

১। প্রথম রাজধানী হয় – ১৬১০সালে
২। ১ম রাজধানী স্থাপক – সুবেদার ইসলাম খাঁ
৩। জাহাঙ্গীরনগর নামকরণ – সুবেদার ইসলাম খাঁ
৪। ঢাকা নামকরণ হয় – ঢাকেশ্বরী দূর্গ থেকে
৫। Dacca থেকে Dhaka হয় – ১৯৮২সালে
৬। স্বাধীনতার পূর্বে রাজধানী হয়-৪বার – ১৬১০,১৬৬০,১৯০৫,১৯৪৭)
৭। ঢাকা গেট – মীর জুমলা
৮। ছোট কাটরা – শায়েস্তা খাঁ
৯। বড় কাটরা – শাহ সুজা
১০। লালবাগ দূর্গের পূর্ব নাম – আওরঙ্গবাদ দূর্গ

১১। লালবাগ দূর্গে সিপাহী বিদ্রোহ হয় – ১৮৫৭সালে।
১২। হোসেনী দালান নির্মান করেন – মীর মুরাদ
১৩। তারা মসজিদ – মির্জা আহম্মেদ জান/মির্জা গোলাম পীর; সাত গম্ভুজ মসজিদ–শায়েস্তা খাঁ
১৪। ঢাকা কলেজ – ১৮৪১ সালে
১৫। ঢাকা ক্লাব – ১৮৫১সালে
১৬। কার্জন হল – ভিত্তি প্রস্তর-১৯০৪, প্রতিষ্ঠিত-১৯০৫ সালে।
১৭। গভর্ণর হাউসকে বঙ্গভবন করা হয় – ১৯৭২সালে
১৮। ঢাকার অপর নাম- মসজিদের শহর, রিক্সার শহর
১৯। পৃথিবীর ১১তম মেগাসিটি ঢাকা শহর
২০। পৃথিবীর ৯ম বৃহত্তম শহর

২১। ঢাকা পৌরসভা – ১৮৬৪সালে
২২। ঢাকা পৌরসভা কর্পোরেশন – ১৯৭৮সালে
২৩। ঢাকা সিটি কর্পোরেশন – ১৯৮৯সালে
২৪। প্রথম নির্বাচিত মেয়র- মোঃ হানিফ – ১৯৯৪সাল
২৫। ঢাকা সিটি কর্পোরেশন উত্তর-দক্ষিণে দুই ভাগ হয় – ২০১১সালে
২৬। ঢাকায় অবস্থিত বিহার – শাক্যমুনি বিহার
২৭। ঢাকাই মসলিন গ্রন্থটির রচয়িতা – ডঃ আব্দুল করিম।
২৮। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন -২ বার

Add a Comment