‘হানিকুইন’ কী?

  • একটি কলার জাত
  • একটি আনারসের জাত
  • একটি বেগুনের জাত
  • একটি গোলাপের জাত

হানিকুইন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত আনারস এর একটি উফশী জাত। এটি আগাম উৎপাদিত হয়। এটি পার্বত্য জেলায় চাষ হয়ে থকে, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে বেশী পরিমাণে উৎপাদিত হয়। হানিকুইন অত্যন্ত মিষ্টি এর প্রতিটি ফল প্রায় ১.০০ কেজি।