‘যত বড় মুখ নয় তত বড় কথা’ ‒ এখানে ‘মুখ’ বলতে কী বোঝায়?

  • অনুভূতি
  • গালি
  • প্রত্যঙ্গ
  • শক্তি

'মুখ' শব্দের কিছু ভিন্নার্থে প্রয়োগের উদাহরণ-বদন, আনন অর্থে - লঙ্কার রাজা রাবণের দশ মুখ। প্রবেশ পথ অর্থে - একসময় তারা গুহা মুখে গিয়ে পৌঁছাল। সূচনা অর্থে - কাজের মুখে বাধা দিয়ো না। অভিমান অর্থে - মেয়েটি কথায় কথায় মুখ ফুলায়। মান রাখা অর্থে - এ ছেলে একদিন বংশের মুখ রাখবেই। শরীরের অঙ্গ অর্থে - তোমার মুখটা ভীষণ সুন্দর। কথা অর্থে - ‘মুখে মধু অন্তরে বিষ।’ সংযত অর্থে - মুখ সামলে কথা বলো। ক্ষমতা বা শক্তি অর্থে - ‘যত বড় মুখ নয়, তত বড় কথা।’ সাহস অর্থে - মুখ ফুটে কথাটা বলে ফেল।