একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ – ৮

ফল
উদ্ভিদজাত শস্য অর্থে – জ্যৈষ্ঠ মাসে প্রচুর ফল পাওয়া যায়।
লাভ, কোনো কাজের পরিণাম অর্থে – ‘কি ফল লভিনু হায়।’
কার্যসিদ্ধি অর্থে – অব্যাহত চেষ্টায় ফললাভ হবেই।
ফলন অর্থে – লিচুগাছে এবার খুব ফল ধরেছে।
পরিণতি অর্থে – যে অন্যায় তুমি করেছ, এর ফল শুভ হবে না।
পরীক্ষার ফলাফল অর্থে – রীতিমত লেখাপড়া না করলে, পরীক্ষায় ভাল ফল করবে কি করে?
লাভ অর্থে – অনুরোধে কোন ফল হবে না।

বড়
অগ্রজ : রাম আমার বড় ভাই।
দীর্ঘ : পদ্মা বাংলাদেশের বড় নদী।
ধনী : লোকমান সাহেব বড় লোক।
অত্যন্ত : বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি।
উন্নতি করা : বড় হও নিজের চেষ্টায়।
আত্মীয় : বাড়িতে বড় কুটুম এসেছে।

বুক
বক্ষ : বাবার বুকে হঠাৎ ব্যথা উঠেছে।
সাহস : তোমার দেখছি খুব বুকের পাটা!
গর্ব : তোমার কৃতিত্বে আমাদের বুক ফুলে উঠেছে।
শান্তি : এসির বাতাসে বুকটা জুড়িয়ে গেল।
হতাশ : রিতা ফেল করেছে শুনে তার বাবার বুকটা যেন ভেঙে গেল।
ভীষণ কষ্ট : বন্ধুর মৃত্যুর খবরে আমার বুক ফেটে কান্না আসছিল।
সাহস অর্থে – বড় সাহেবের মুখের উপর সত্য কথাটা বলতে পারলে? বুকের পাটা আছে তোমার।
মন শক্ত করা অর্থে – বুকে সাহস নিয়ে জীবন সংগ্রামে এগিয়ে যাও।
হৃদয় বিদীর্ণ হওয়া অর্থে – তার বুক ফাটা আর্তনাদ আমি সহ্য করতে পারিনি।
সাহায্য করা অর্থে – ভাইকে দূরে রেখ না, তোমার বিপদে সেইতো বুক পেতে দিবে।

বড়
বৃহৎ অর্থে – জাহাজটি বেশ বড়।
শ্রেষ্ঠ অর্থে – নিজেকে সকল কাজে বড় মনে করা ঠিক নয়।
সম্ভ্রান্ত অর্থে – নীপা খুব বড় বংশের মেয়ে।
ভালো অর্থে – তোমার বাবা বড় ভালো লোক ছিলেন।
ধনী অর্থে – প্রামাণিক সাহেব হলেন এ তল্লাটের বড়লোক।
জ্যেষ্ঠ অর্থে – তিনি আমার চেয়ে বয়সে বড়।
বিখ্যাত অর্থে – হোসেন শহীদ সোহরাওয়ার্দী একজন বড় রাজনীতিবিদ ছিলেন।
উদার অর্থে – তার সঙ্গে পরিচয় হলেই তুমি জানতে পারবে, তিনি কত বড় মনের অধিকারী।
বিশাল অর্থে – পৃথিবীটা অনেক বড়।
অসাধারণ অর্থে – তিনি একজন বড় মাপের লোক।
অত্যন্ত অর্থে – বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি।
বিশেষ অর্থে – সামনেই বড় দিনের ছুটি।

ভালো
কুশল : ভালো আছ তো?
মঙ্গল : ঈশ্বর সবার ভালো করুন।
সৎ : চৌধুরী সাহেব খুব ভালো লোক।
সুন্দর : মেয়েটির চেহারা এত ভালো যে কী বলব!
হিতবাক্য : ভালো কথা শুনলে তোমারই মঙ্গল।
সুখবর : তোমার জন্য একটা ভালো খবর আছে।
সুন্দর অর্থে – শুধু রূপে ভালো হলে চলবে না, গুনে ভালো হওয়া চাই।
শুভ অর্থে – আমি তোমার ভালো চাই।
সুস্থ অর্থে – আমি ভালো আছি।
সৎ অর্থে – ভালো লোক হয়েও তিনি এ প্রতিষ্ঠানে চাকরি করতে পারলেন না।
উত্তম আচরণ অর্থে – তোমার আছ থেকে আমি ভালো ব্যবহার আশা করেছিলাম।
সরল অর্থে – জাকির সাহেব বেশ ভালো লোক।

ভার
বিষাদ অর্থে – মুখ ভার করে থেকো না, একটু হাস।
ওজন অর্থে – এটুকু ছেলের মাথায় এত ভার দিয়েছ কেন?
গুরুত্ব অর্থে – আজকাল সমাজপতি হওয়া সহজ নয়, ধারেও কাটা চাই ভারেও কাটা চাই।
কঠিন অর্থে – এ ঊর্ধ্বগতির বাজারে, চলা বড় ভার।
সমূহ অর্থে – অসংখ্য মেঘের ভারে সারাটা আকাশ আচ্ছন্ন।
দায়িত্ব অর্থে – আমার ওপর এ কাজের ভার দেয়া হোক।

Add a Comment