একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ – ১০

মাটি
ধুলা / কাদা : ছেলেটি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে।
শান্ত / সরল : রফিক সাহেব একজন মাটির মানুষ।
বোকামি : শেয়ারের ব্যবসায় নেমে একেবারে মাটি খেয়েছি।
কবর : তাকে কোথায় মাটি দেওয়া হবে আমি জানি না।
নষ্ট : পড়াশুনা না করে জীবনটা মাটি করো না।
নাছোড়বান্দা : সরকারি কাজ পেতে হলে মাটি কামড়ে পড়ে থাকতে হয়।

মুখ
বদন, আনন অর্থে – লঙ্কার রাজা রাবণের দশ মুখ।
প্রবেশ পথ অর্থে – একসময় তারা গুহা মুখে গিয়ে পৌঁছাল।
সূচনা অর্থে – কাজের মুখে বাধা দিয়ো না।
অভিমান অর্থে – মেয়েটি কথায় কথায় মুখ ফুলায়।
মান রাখা অর্থে – এ ছেলে একদিন বংশের মুখ রাখবেই।
শক্তি অর্থে – যতবড় মুখ নয় তত বড় কথা। (২১তম বিসিএস প্রিলিমিনারি)
শরীরের অঙ্গ : তোমার মুখটা ভীষণ সুন্দর।
কথা : ‘মুখে মধু অন্তরে বিষ।’
সংযত : মুখ সামলে কথা বলো।
ক্ষমতা : ‘যত বড় মুখ নয়, তত বড় কথা।’
সাহস : মুখ ফুটে কথাটা বলে ফেল।

রাখা
স্থাপন : বইগুলো জায়গা মতো রাখো।
গচ্ছিত : টাকাগুলো ব্যাংকে রেখে এসো।
আশ্রয় : আমাকে তোমার পায়ে রাখো প্রভু।
নামকরণ : ‘নাম রেখেছি বনলতা।’
সম্মান : ছেলেটি বাবার নাম রেখেছে।
ফেলে আসা : টাকার থলিটি রেখে এসেছি।

লাগা
স্পর্শ : তোমার শরীরে কি আমার হাত লেগেছে।
থামা : নৌকাটি ঘাটে লেগেছে।
নিযুক্ত : সুমন চাকরিতে লেগেছে।
শুরু : সূর্যগ্রহণ লাগার সময় হয়ে এসেছে।
শত্রুতা : কারো পিছনে লাগা ঠিক না।

লাল
রং : লাল জামাতে তোমাকে বেশ মানিয়েছে।
জেলখানা : মস্তানি করলে লালদালানে পাঠিয়ে দেব।
বন্ধ হওয়া : অসৎ বন্ধুর পাল্লায় পড়ে তার ব্যবসায় লালবাতি জ্বলেছে।
ক্রোধ : আমাকে লালচোখ দেখিও না, আমি ভয় পাই না।
পুত্র : “আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া।”

লোক
মানুষ : রহিম সাহেব ভালো লোক।
জনসাধারণ : খারাপ কাজ করলে লোকনিন্দা শুনতে হয়।
মৃত্যু : জসিম সাহেব গতকাল পরলোকগমন করেছেন।
মজুর : লোক দিয়ে কাজ করালে নজর রাখতে হয়।
গল্প : শিশুরা লোক অর্থে – কাহিনি শুনতে ভালোবাসে।

সারা
সমগ্র / সব : সারা গ্রাম জুড়ে হৈচৈ পড়ে গেছে।
আকুল : শিশুটি মাকে খুঁজে না পেয়ে কেঁদে সারা হলো।
মেরামত : নৌকার ফুটো সারা হয়েছে।
সমাপ্ত : যাক্, এতক্ষণে কাজটি সারা হয়েছে।
হয়রান / ক্লান্ত : রৌদ্রে ঘুরে ঘুরে সারা হয়েছি।

হাত
প্রভাব অর্থে – গ্রামের লোকের ওপর তার হাত আছে।
করা বেশে আনা অর্থে – মাতব্বর টাকা দিয়ে তাকে হাত করেছে।
ভিক্ষা করা অর্থে – হাত পাতা খুবই ঘৃণার কাজ।
ইস্তান্তর অর্থে – এ জমিটি বহুবার হাতবদল হয়েছে।
দক্ষ অর্থে – সেলাইয়ের কাজে তিনি একজন হাতপাকা লোক।

Add a Comment