মূল্যবোধ হলো—

  • মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
  • মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
  • সমাজজীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় উপাদান
  • মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাবলীর দিক নির্দেশনা

মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। এর আদর্শে মানুষের আচার-ব্যবহার, রীতি-নীতি নিয়ন্ত্রিত হয় এবং এই মানদণ্ডে সমাজে আচার-আচরণের ভালো- মন্দ দিকগুলোর বিচার করা হয়ে থাকে।