বিভিন্ন ধরণের মূল্যবোধ

মূল্যবোধ কোন প্রকার সামাজিক বিধান বা আইন নয় এটি মূলত একপ্রকার সামাজিক নৈতিকতা|

সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার-ব্যবহার, রীতি নীতি, আদর্শ, ও কর্মকাণ্ড যে সব নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় সেসবের সমষ্টিকে মূল্যবোধ বলে|

মূল্যবোধের কতকগুলো বৈশিষ্ট্য হলো পরিবর্তনশীলতা, আপেক্ষিকতা, বিভিন্ন সামাজিক মাপকাঠি, ও সমষ্টির প্রভাব|

মূল্যবোধের কতকগুলো উৎস হল প্রথা, সভা-সমিতি, ইতিহাস ও ঐতিহ্য, প্রচলিত সামাজিক রীতিনীতি, নাগরিক চেতনা, সংবিধান ও আইন কানুন, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবার|

সত্য কে সত্য, মিথ্যাকে মিথ্যা, অন্যায় কে অন্যায় বলা নৈতিক মূল্যবোধ|

Values এর বাংলা প্রতিশব্দ মূল্যবোধ|

বাংলাদেশ সংবিধানের 12 নং অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা বিধান করা হয়েছে|

গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ এবং রাষ্ট্রের ভিত্তি হলো সামাজিক ন্যায় বিচার|

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজন সহনশীলতা|

ভারত ও চীনের মূল্যবোধ অনেক পুরাতন|

মূল্যবোধের একটি প্রকার হল সুশাসন|

আইনের ভিত্তি হলো মূল্যবোধ|

সামাজিক ন্যায় বিচারের মূলকথা আইনের চোখে সকলের সমতা|

মূল্যবোধ প্রতিষ্ঠা ও সংরক্ষণ করা সম্ভব নয় সচেতনতা ও কর্তব্যবোধ ছাড়া|

পরিবর্তনশীলতা মূল্যবোধের একটি প্রধান বৈশিষ্ট্য|

বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ বলতে কোন বিষয়কে বাস্তবিক ভাবে বোঝার সামর্থ্য কে বোঝায়|

প্রতিটি শিশু ব্যক্তিগত মূল্যবোধ নিয়ে জন্মায়|

মূল্যবোধ বিষয়টি বিশ্লেষণ করলে পাওয়া যায় মানসিক প্রক্রিয়া অর্থাৎ মূল্যবোধ একটি মানসিক বিষয়|

মূল্যবোধ নৈতিকতা ও সাম্য নাগরিকের কোন বিশেষ|

সঞ্চয় করার প্রবণতা ব্যক্তিগত মূল্যবোধ|

ব্যক্তির মূল্য মর্যাদার স্বীকৃতি হল পেশাগত মূল্যবোধ|

ব্যক্তিগত মূল্যবোধ লালন করে সামাজিক মূল্যবোধকে|

একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হল জনকল্যাণ|

মূল্যবোধ মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড|

আইনের শাসন, সাম্য, নৈতিকতা ইত্যাদি সামাজিক মূল্যবোধের ভিত্তি।

মূল্যবোধ এর অপর নাম নৈতিকতা কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে বলে মূল্যবোধ|

কারাগার মূল্যবোধের শিক্ষা প্রদান করে|

সমাজ ও রাষ্ট্রের ভিত্তি হলো মূল্যবোধ এটি সমাজকাঠামোর ও অবিচ্ছেদ্য উপাদান|

মূল্যবোধ শিক্ষার শুরু হয় পরিবার থেকে|

মূল্যবোধ শিক্ষার মাধ্যমে এক প্রজন্ম তার পরবর্তী প্রজন্মের কাছে মূল্যবোধ হস্তান্তর করে|

বড়দের সম্মান করা দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি সামাজিক মূল্যবোধের উদাহরণ|

সামাজিক মূল্যবোধকে বিশ্বাসের এক প্রকৃতি বলে উল্লেখ করেছেন এফ ই মেরিন|

শারীরিক মূল্যবোধকে সৌন্দর্যবোধ হিসাবে আখ্যায়িত করেছেন এডওয়ার্ড স্প্রেংগারস|

ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে 6 টি উপাদান এর কথা উল্লেখ করেছে|

Add a Comment