মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো-

  • বিভিন্নতা
  • পরিবর্তনশীলতা
  • আপেক্ষিকতা
  • উপরের সবগুলো

মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিভিন্নতা, পরিবর্তনশীলতা, আপেক্ষিকতা। মূল্যবোধের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এর পরিবর্তশীলতা, সমাজ পরিবর্তনের সাথে সাথে সমাজের মূল্যবোধগুলোর ও পরিবর্তন সাধিত হয়। অতীতের অনেক মূল্যবোধ বর্তমানে আমাদের কাছে অর্থহীন । যেমন - বাল্যবিবাহ, সতীদাহ প্রথা। আবার বর্তমানের অনেক মূল্যবোধ ভবিষ্যতে নাও থাকতে পারে। আক্ষরিক অর্থে- মূল্যবোধ বলতে ব্যক্তির জ্ঞানগর্ভ আচরণকে বুঝায় যে আচরণের মানবীয় এবং সামাজিক মূল্য বিদ্যমান । সহজ কথায় বলা যায়, ভাল-মন্দ, ঠিক-বেঠিক ,কাঙ্ক্ষিত -অনাকাঙ্খিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তার নামই মূল্যবোধ। এ . ডব্লিউ .পামফ্রে বলেন, "মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যাস্ত প্রকাশ।" ফ্রাঙ্কেল বলেন, " মূল্যবোধ হল আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ" । মূল্যবোধের ধারণা আপেক্ষিক। মূল্যবোধের নির্দিষ্ট কোন বস্তুগত বা ধারণাগত মাধ্যম নেই, বিভিন্ন ধারণা বা বিভিন্ন অভিজ্ঞতার প্রেক্ষিতে মূল্যবোধ জাগ্রত হয়। মূল্যবোধের ধারণার সম্পৃক্ততা মানব আচরণকে নিয়ন্ত্রণ করে মূল্যবোধ। মূল্যবোধ প্রতিষ্ঠা করা যায় না ধীরে ধীরে গড়ে উঠে। মূল্যবোধ ভাঙলে/অমান্য করলে শাস্তি হয় না। মূল্যবোধের সাথে জড়িত শব্দ নৈতিকতা। মূল্যবোধ একটি ইতিবাচক শব্দ যার অনুপস্থিতিকে বলা হয় মূল্যবোধের অবক্ষয় বা সংকট। সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান মূল্যবোধ। মূল্যবোধসমূহ সংরক্ষিত হয় নাগরিকের অংশগ্রহণের দ্বারা । মূল্যবোধ হলো এক প্রকার সামাজিক নৈতিকতা। মূল্যবোধকে সুদৃঢ় করার অন্যতম প্রধান উপায় হল শিক্ষা সামাজিক ন্যায় বিচার।