মুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষর ও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
December 24, 2016 | বাংলা ভাষা ও সাহিত্য, 37 BCS Preliminary
| - মাত্রাবৃত্ত
- অক্ষরবৃত্ত
- মুক্তক
- স্বরবৃত্ত
মুক্তাক্ষর সকল ক্ষেত্রে এক মাত্রা। বদ্ধাক্ষর অক্ষরবৃত্তের ক্ষেত্রে শব্দের শেষে থাকলে দুই মাত্রা ধরতে হয়। অন্যথায় এক মাত্রাই বিবেচিত হয়। মাত্রাবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর সবসময় দুই মাত্রা ধরতে হয়। স্বরবৃত্তে ছন্দে বদ্ধাক্ষর এক মাত্রা ধরতে হয়।