বন্যার ঝুঁকি মোকাবিলায় আপৎকালীন বিমা বাস্তবায়নে করণীয়

প্রথম আলো আলোচনা, ২৭ জুন ২০১৮


আলোচনার বিষয়ঃ বন্যা বাংলাদেশের প্রধান প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি। প্রতিবছর বন্যায় অনেক সম্পদ নষ্ট হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির আর্থিক নিরাপত্তার জন্য বিমা একটি সুবিধাজনক ব্যবস্থা।

সামনে বর্ষাকাল। বন্যার ঝুঁকি মোকাবিলায় আপৎকালীন বিমা বাস্তবায়নে কী কী করণীয় হতে পারে, এটাই আজকের আলোচনার প্রধান উদ্দেশ্য।

আলোচনায় সুপারিশ

* সব শ্রেণি ও পেশার মানুষের আয় অনুযায়ী বিমা পলিসি গ্রহণ করা উচিত
* সব বিমা কোম্পানিকে যৌথভাবে বন্যা মোকাবিলায় এগিয়ে আসতে হবে
* প্রিমিয়ামের ক্ষেত্রে ভ্যাট বাতিল করা আবশ্যক
* বিমার টাকা সময়মতো গ্রাহককে দিয়ে কোম্পানিগুলোকে আস্থা অর্জন করতে হবে
* বিমানীতির ইতিবাচক পরিবর্তন এবং নতুন নীতি প্রণয়ন করা দরকার
* দুর্যোগ মোকাবিলায় সরকারের বরাদ্দকৃত বাজেটের একটি অংশ বিমা প্রিমিয়ামের জন্য ব্যয় করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
* বন্যায় ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সে অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা উচিত
* বন্যা সম্পর্কে আগে থেকেই সবাইকে সচেতন করতে হবে যেন ক্ষতির পরিমাণ কমানো যায়
* ঝুঁকি মোকাবিলায় কাজ করে এমন সব প্রতিষ্ঠানের কাজের সমন্বয় প্রয়োজন

Add a Comment