৩ দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
|বাংলাদেশের পার্বত্য জেলা -৩ ( রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার)
মিয়ানমার হতে বাংলাদেশে নদী প্রবেশ করেছে- ৩টি (সাঙ্গু, মাতামুহুরী ও নাফ)।
মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে- ৩টি জেলার( রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার)।
নোবেল বিজয়ী বাঙালির সংখ্যা-৩জন (রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন ও ড.ইউনুস)।
ছেড়া দ্বীপের আয়তন-৩কি মি।
আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হয়-৩বছরের জন্য।
রক্তকণিকা কত প্রকার-৩প্রকার(লোহিত,শ্বেতকণিকা ও অনুচক্রিকা)।
গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র-৩টি (উপবৃত্ত,ক্ষেত্রফল ও সময়ের সূত্র)।
বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার- ৩প্রকার{স্বরবৃত্ত,মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত)।