পৃথীবির যা কিছু উচ্চতম
| পৃথিবীর উচ্চতম শহর কোনটি ?ওয়েন জুয়ান (তিব্বত চিন)
পৃথিবীর উচ্চতম রাজধানী কোনটি ?লা পাজ (বলিভিয়া)
পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি ?পামির (তিব্বত)
পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি ?টিটিকাকা (বলিভিয়া)
পৃথিবীর উচ্চতম অট্টালিকা কোনটি ?বুর্জ খালিফা (দুবাই , সংযুক্ত আরব আমিরশাহী)
পৃথিবীর উচ্চতম অফিস অট্টালিকা কোনটি পেট্রোনাস টুইন টাওয়ারস (কুয়ালা লামপুর, মালয়েশিয়া)
পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণী কোনটি ?হিমালয়
পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?মাউন্ট এভারেস্ট (নেপাল)
পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি কোনটি ?ওজোস ডেল স্যালাডো (চিলি)
পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি ?অ্যাঞ্জেল জলপ্রপাত (ভেনেজুয়েলা)
পৃথিবীর উচ্চতম স্ট্যাচু কোনটি ?স্প্রিং টেম্পল বুদ্ধ ( লুসান, চিন )
পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি- ওজোস ডেল সালাডো
পৃথিবীর উচ্চতম প্রাণী – জিরাফ
পৃথিবীর উচ্চতম মালভূমি- পামির মালভূমি (পৃথিবীর ছাদ)
পৃথিবীর উচ্চতম গীর্জা-উলম ক্যাথিড্রাল চার্চ-529 ফুট (জার্মানী)
পৃথিবীর উচ্চতম শহর- লা রিঙ্কনদা ( পেরু )
পৃথিবীর উচ্চতম রাজধানী- লা পাজে (বলিভিয়া)
পৃথিবীর উচ্চতম বিমানবন্দর- দাওচেং ইয়াডিং (চীন)
পৃথিবীর উচ্চ্তম মিনার- দিল্লীর কুতুব মিনার
পৃথিবীর উচ্চতম মূর্তি – স্টাচু অব ইউনিটি ( ভারতে )
পৃথিবীর উচ্চতম ইমারত- বুর্জ খলিফা (দুবাই)
পৃথিবীর উচ্চতম হোটেল – Gevora Hotel in Dubai
বিশ্বের উচ্চতম মিনার কোনটি ? দিল্লীর কুতুব মিনার ।
বিশ্বের উচ্চতম মূর্তি কোনটি ? স্টাচু অব ইউনিটি ( ভারতে ) ।
বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি ? এ্যান্জোলো ।
বিশ্বের উচ্চতম প্রাণী কোনটি ? জিরাফ ।