মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ খ্রিষ্টাব্দের ২রা জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুলজীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তাঁর তীব্র অনুরাগ জন্মে। ১৮৪২/১৮৪৩ খ্রিষ্টাব্দে তিনি খ্রিষ্টধর্মে দীক্ষিত হন। তখন তাঁর নামের প্রথমে যোগ হয় ‘মাইকেল’। তাঁকে দীক্ষিত করেছিলেন পাদ্রী ডিলট্রি। তিনিই তাঁর “মাইকেল” নামকরণ করেন। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল ইচ্ছা এবং ইংরেজি ভাষায় সাহিত্যসাধনায় তীব্র আবেগ তাঁকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তাঁর এই ভুল ভেঙেছিল। বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তাঁর কবিপ্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটান। মধুসূদন দত্ত তাঁর সাহিত্য জীবনে বিশেষ করে ইংরেজ কবি লর্ড বায়রনের সাহিত্য কর্ম এবং তাঁর জীবন দ্বারা অত্যন্ত বেশি অনুপ্রাণিত হয়ে ছিলেন। দান্তের ভাব তিনি ব্যবহার করেছিলেন মহাকাব্যে, আর পেত্রাক তাঁকে প্রেরণা যুগিয়েছিলেন সনেট লিখেতে। মাতৃভাষা ছাড়া তিনি আরো বারোটি ভাষা জানতেন।
তেরো বছর বয়সে মধুসূদন কলকাতায় আসেন। স্থানীয় একটি স্কুলে কিছুদিন পড়ার পর তিনি তদনীন্তন হিন্দু কলেজে (বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) ভর্তি হন। মধুসূদন মেধাবী ছাত্র ছিলেন। তাই অচিরেই কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন ডি. এল. রিচার্ডসনের প্রিয় ছাত্র হয়ে ওঠেন। রিচার্ডসন মধুসূদনের মনে কাব্যপ্রীতি সঞ্চারিত করেছিলেন। হিন্দু কলেজের প্রাক্তন অধ্যাপক ডিরোজিওর স্বদেশানুরাগের স্মৃতিও তাঁকে বিশেষ উদ্বুদ্ধ করত। এছাড়া কলেজে তাঁর সহপাঠী ছিলেন ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু, গৌরদাস বসাক, প্যারীচরণ সরকার প্রমুখ ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট ব্যক্তিবর্গ। আঠারো বছর বয়সেই মহাকবি হওয়ার ও বিলাতে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা তাঁর মনে বদ্ধমূল হয়ে যায়।
মাইকেল মধুসূদন রচিত কয়েকটি পঙক্তি
- জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা হবে?
- বহু দেশ দেখিয়াছি বহু নদ-দলে কিন্তু এ স্নেহের তৃঞ্চা মিটে কার জলে? -কপোতাক্ষ নদ।
- হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন তা সবে, (অবোধ আমি) অবহেলা করি, পর ধন লোভে মত্ত করিনু ভ্রমন।
মাত্র ৪৯ বছর বয়সে কলকাতায় মৃত্যু হয় এই মহাকবির। ১৮৭৩ খ্রিষ্টাব্দের ২৯ শে জুন কবি পরলোকগমন করেন। তাঁর সমাধিস্থলে নীচের কবিতাটি লেখা রয়েছে :
দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব
বঙ্গে! তিষ্ঠ ক্ষণকাল! এ সমাধি স্থলে
প্রথম রচনা
- মাইকেল মধুসূদন দত্ত-এর প্রথম ইংরেজি রচনা? উঃ ক্যাপটিভ লেডি, ১৮৪৯ সাল
- মাইকেল মধুসূদন দত্ত-এর প্রথম নাটক? উঃ শর্মিষ্ঠা, ১৮৫৯ সাল
- মাইকেল মধুসূদন দত্ত-এর প্রথম কাব্য? উঃ তিলত্তমা সম্ভব, ১৮৬০ সাল
- মাইকেল মধুসূদন দত্ত-এর প্রথম মহাকাব্য? উঃ মেঘনাদ বধ, ১৮৬১ সাল
আরও দেখুন
মাইকেল মধুসূদন দত্তের উপাধি
মাইকেল মধুসূদন দত্তের কাব্য
মাইকেল মধুসূদন দত্তের নাটক
মাইকেল মধুসূদন দত্ত এঁর বিবিধ রচনা
মাইকেল মধুসূদন দত্ত ও অমিত্রাক্ষর ছন্দ