স্পেন

স্পেন ও পর্তুগালের সীমানা চিহ্নিতকরণ রেখার নাম Line of Demarcation.

স্পেনের রাজধানী মাদ্রিদ, এটি ইউরোপের উচ্চতম শহর।

স্প্যানিশ ভাষার তিনটি রূপ- ক্যাটালন, গ্যালিগো, উসকেরা। ক্যাটালন স্পেনের সরকারি ভাষা।

ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস স্পেনের রানী ইসাবেলার পৃষ্টপোষকতায় East Indies আবিষ্কার করতে গিয়ে (জাপানে পৌঁছানোর কথাছিল কিন্তু ) আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। তিনি প্রথম বাহামা দ্বীপপুঞ্জে পৌঁছেন এবং ‘সান সানসালভাদর’ নামকরণ করেন।

মরক্কো(আফ্রিকা মহাদেশের) ও স্পেন(ইউরোপ মহাদেশের)কে পৃথক করেছে-জিব্রাল্টার প্রণালি।

স্পেনের রাজধানী মাদ্রিদে UNWTO(The United Nations World Tourism Organization) এর সদর দপ্তর অবস্থিত।

Add a Comment