সাধারাণ পরিষদ

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রই সাধারণ পরিষদের সদস্য। সাধারণ পরিষদে প্রত্যেক সদস্য রাষ্ট্রের একটি করে ভােট আছে। প্রতি বৎসর সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন বসে। (১০তম বিসিএস প্রিলিমিনারি) সাধারণত ডিসেম্বর মাসের ১ম সপ্তাহ পর্যন্ত এ অধিবেশন স্থায়ী হয়। প্রয়োজনবোধে একাধিকবারও অধিবেশন বসতে পারে।

প্রত্যেক অধিবেশনের শুরুতে অধিকাংশ সদস্যের ভোটে একজন সভাপতি বার্ষিকভিত্তিতে নিযুক্ত হন। অতঃপর তার মাধ্যমেই সভার কর্মসূচী গ্রহণ ও পরবর্তী কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। অধিকাংশ সদস্য রাষ্ট্রের ভোটে যে-কোনরূপ সিদ্ধান্ত গৃহীত হয়। অধিবেশনে প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বোচ্চ পাঁচজন প্রতিনিধি পাঠাতে পারে। (২৩তম বিসিএস প্রিলিমিনারি)

সাধারণ পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাসহ মানবাধিকার সক্রান্ত বিষয় নিয়ে আলােচনা করে। এছাড়া মহাসচিব নিয়ােগ, নতুন সদস্য গ্রহণ, বাজেট পাশ, সদস্য রাষ্ট্রগুলাের চাঁদার হার নির্ধারণ, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসহ বিভিন্ন সংস্থার সদস্য নির্বাচন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ এ পরিষদ করে থাকে।

বিশেষ অধিবেশন
নিরাপত্তা পরিষদের অনুরধে বা সংখ্যাগুরু সদস্যের অনুরোধে মহাসচিব সাধারণ পরিষদের বিশেষ অধিবেশন আহ্বান করতে পারেন। কয়েকটি গুরুত্বপূর্ণ বিশেষ অধিবেশন ও এজেন্ডা সমূহ-
৩০ ও ২০ তম বিশেষ অধিবেশনঃ মাদক সমস্যা
২৬ তম বিশেষ অধিবেশনঃ এইচ আই ভি এইডস
২৪ তম বিশেষ অধিবেশনঃ সামাজিক উন্নয়ন
১৬ তম বিশেষ অধিবেশনঃ বর্ণবাদ নীতি
১৫, ১২, ১০ তম বিশেষ অধিবেশনঃ নিরস্থীকরণ
৬ তম বিশেষ অধিবেশনঃ নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা (NIEO) (১৭তম বিসিএস প্রিলিমিনারি)

Add a Comment