জাপান

Japan
Japan
জাপানি শব্দ নিপ্পন বা নিহন; পুরো নাম নিপ্পন-কোকু বা নিহন-কোকু, যার অর্থ “জাপান রাষ্ট্র”। জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। জাপানের রাজধানী টোকিও। এই দেশটি প্রশান্ত মহাসাগরের বুকে, এর পশ্চিমে জাপান সাগর, পূর্ব চীন সাগর, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ারাশিয়ার পূর্ব দিকে উত্তরে ওখোৎস্ক সাগর থেকে দক্ষিণ পূর্ব চীন সাগর ও তাইওয়ান পর্যন্ত প্রসারিত।
জাপানি ‘কাঞ্জি’ বর্ণমালায় নি অর্থ সূর্য, পন বা হন অর্থ উৎস। তাই নিপ্পন/নিহন অর্থ “সূর্য উৎস”। জাপানকে প্রায়শই “উদীয়মান সূর্যের দেশ” বলে অভিহিত করা হয়।
জাপানের বৃহত্তম চারটি দ্বীপ হল হোনশু, হোক্কাইদো, ক্যুশু ও শিকোকু। এই চারটি দ্বীপ জাপানের মোট ভূখণ্ডের ৯৭% এলাকা নিয়ে গঠিত।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান, জার্মান ইতালি অক্ষ শক্তি গঠন। ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়।

Add a Comment