কম্বোডিয়া

Cambodia
Cambodia
কম্বোডিয়া বা কাম্পুচিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ। “কম্বোডিয়া” নামটি ইংরেজি Cambodia শব্দ হতে এসেছে, যার উৎস হল স্থানীয় খমের ভাষার প্রতেহ্‌ কম্পুচিয়া অর্থাৎ “কম্বোজ প্রদেশ”। দেশটি কাম্পুচিয়া নামেও পরিচিত। খমের ভাষায় স্রোক্‌ খ্‌মায়্‌ অর্থাৎ “খমের দেশ” নামটিও সুপ্রচলিত।

কম্বোডিয়ার উত্তর-পূর্বে লাওস, পূর্বে ও দক্ষিণ-পূর্বে ভিয়েতনাম, পশ্চিম ও উত্তর-পশ্চিমে থাইল্যান্ড এবং দক্ষিণ-পশ্চিমে থাইল্যান্ড উপসাগর। ফ্‌নম পেন(Phnom Penh) দেশের রাজধানী ও বৃহত্তম শহর।

কম্বোডিয়া আসিয়ানের একটি সদস্য দেশ।

Add a Comment