নরওয়ে

নরওয়ে উত্তর ইউরোপের একটি নর্ডীয় দেশ, যার মূল মহাদেশীয় অঞ্চলটি ইউরোপের স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপের পশ্চিম ও উত্তর প্রান্ত নিয়ে গঠিত। সুমেরু অঞ্চলের ইয়ান মায়েন দ্বীপ ও স্‌ভালবার্দ দ্বীপপুঞ্জটি নরওয়ের মধ্যে পড়েছে। উপ-অ্যান্টার্কটিক অঞ্চলে অবস্থিত বুভে দ্বীপ নরওয়ের উপর নির্ভরশীল একটি অঞ্চল। এছাড়া অ্যান্টার্কটিকা মহাদেশের ১ম পিটার দ্বীপ ও রাণী মড ভূমির উপর নরওয়ের দাবী রয়েছে। অসলো নরওয়ের রাজধানী ও বৃহত্তম নগরী।

Add a Comment