BRICS
|পাঁচটি উত্থানশীল অর্থনীতির দেশ নিয়ে ২০০৮ সালে গঠিত হয়েছে BRICS. দেশগুলো হল- Brazil, Russia, India, China and South Africa. এর প্রথম সম্মেলন হয় ২০০৯ সালে রাশিয়ার Yekaterinburg -এ। ২০১০ সালের পূর্বে এটি পরিচিত ছিল BRIC নামে। ২০১০ সালে South Africa এর যোগদানের মাধ্যমে এর নাম হয় BRICS. BRICS-এর নবম সম্মেলন হয় ৩-৫ সেপ্টেম্বর ২০১৭ চীনের জিয়ামেনে। BRICS-এর কোন সদর দপ্তর নেই। কিন্তু BRICS Development Bank যা পরবর্তীতে New Development Bank নামে পরিচিত হয় এর সদর দপ্তর সাংহাই (চীন) ।
BRICS-এর সকল সদস্য G-20 এর ও সদস্য।