রেডক্রস(ICRC)
|আন্তর্জাতিক রেডক্রস কমিটি (International Committee of the Red Cross)
১৮৬৩ সালের ১৭ ফেব্রুয়ারী সুইস নাগরিক হেনরি ডুন্যান্ট রেডক্রস প্রতিষ্ঠা করেন।
এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়।
লক্ষ্যঃ যুদ্ধাহত, যুদ্ধবন্দী, যুদ্ধ শরণার্থী ও আর্তমানবতার সেবা করা।
প্রতিষ্ঠানটি তিন বার নোবেল পুরষ্কার পায়, ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে।
তুরস্ক প্রথম রেড ক্রিসেন্ট শব্দটি ব্যবহার করে। তা থেকেই মুসলিম বিশ্বে রেডক্রস রেড ক্রিসেন্ট হিসাবে পরিচিত হয়। ইসরাইলে এটি রেড ক্রায়স্টল নামে পরিচিত।