মন্টিনিগ্রো
|মন্টিনিগ্রো বলকান অঞ্চলের একটি প্রজাতন্ত্র। ২১শে মে, ২০০৬ অনুষ্ঠিত এক গণভোটে মন্টিনিগ্রোর জনগণ সিদ্ধান্ত নেন তারা সার্বিয়ার সাথে সংযুক্ত থাকবে কিনা। পরেরদিন ৫৫.৫% ভোট মন্টিনিগ্রোর স্বাধীনতা নিশ্চিত করে, যা স্বাধীনতার জন্য প্রয়োজনীয় ৫৫ শতাংশ হতে মাত্র দশমিক ৫ ভাগ বেশি। দেশটির রাজধানী ও বৃহত্তম নগরী বা বসতি পোডগোরিচা / পোডগোরিকো।