বারমুডা

বারমুডা উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি ব্রিটিশ সামুদ্রিক অঞ্চল ও দ্বীপরাষ্ট্র। বারমুডা একটি স্বায়ত্বশাসিত অঞ্চল; এর নিজস্ব সংবিধান, সরকার ও আইনসভা আছে যেটি স্থানীয় আইন প্রণয়ন করতে পারে। তবে যুক্তরাজ্য দেশটির প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্কের দায়িত্বে রয়েছে। ব্রিটিশ সামুদ্রিক অঞ্চলগুলির মধ্যে বারমুডার জনসংখ্যাই সর্বোচ্চ।

বারমুডার প্রধান দুইটি অর্থনৈতিক খাত হল সমুদ্রস্থিত (offshore অফশোর) বীমা এবং পর্যটন। বারমুডার জলবায়ু উপক্রান্তীয় ধরনের। এটি হারিকেন বা ঘূর্ণিঝড় বলয়ের মধ্যে পড়েছে বলে এখানকার আবহাওয়া চরম আকার ধারণ করতে পারে। তবে ঘূর্ণিঝড় বলয়ের উত্তর সীমায় অবস্থিত বলে প্রবালপ্রাচীর দিয়ে বেষ্টিত বলে দ্বীপটি ঝড়ের ক্ষয়ক্ষতির থেকে কিছুটা হলেও রক্ষা পায়। এর রাজধানি হ্যামিলটন

Add a Comment