ইকুয়েডর
|ইকুয়েডর বা একুয়াদর এর সাংবিধানিক নাম রিপাবলিক অফ ইকুয়েডর যার আভিধানিক অর্থ হচ্ছে “নিরক্ষরেখার প্রজাতন্ত্র”; হল দক্ষিণ আমেরিকায় অবস্থিত একটি রাষ্ট্র, যার পূর্বে কলম্বিয়া, উত্তর ও পশ্চিমে পেরু এবং দক্ষিণে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে অবস্থিত গালাপাগোস দ্বীপপুঞ্জও ইকুয়েডরের অন্তর্ভুক্ত, যা মূল ভূখণ্ড হতে প্রায় ৬২১ মাইল বা ১০০০ কিলোমিটার দূরবর্তী। ইকুয়েডরের রাজধানী হল কিতো।